Uttam Kumar: মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাম শুনলেই যে সমস্ত অভিনেত্রীর মুখ চোখের সামনে ভেসে ওঠে, তাঁদের মধ্যে একজন হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। তিনি ওপার বাংলা থেকে এসে এই বাংলায় নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। তাঁর সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন বহু দর্শক। এই কিংবদন্তি অভিনেত্রীকে উত্তম কুমার ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের বিপরীতেও অভিনয় করতে দেখা গিয়েছে।
বয়স তখন খুবই কম, দেশভাগের সময় সাবিত্রীকে চলে আসতে হয় পশ্চিমবঙ্গে। স্কুলে পড়তে পড়তেই তিনি অভিনয় জগতের অংশ হন। তবে কর্মজীবনের প্রথমদিকে তিনি পর্দায় নয়, অভিনয় করেছিলেন থিয়েটার মঞ্চে। পরে উত্তর কুমারের নাটকে অভিনয়ের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পান। এরপর থেকেই তিনি মহানায়ক উত্তম কুমারের জীবনের একজন পরিচিত মুখ হয়ে ওঠেন।
‘অপুর সংসারে’ সাবিত্রী চট্টোপাধ্যায়(Sabitri Chatterjee in Apur Sansar)
উত্তম কুমার ও সাবিত্রীর একাধিক কাহিনী রয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কিছু মজাদার কাহিনীও। এই প্রবীণ অভিনেত্রী নিজেই সেই ঘটনা প্রকাশ্যে ভাগ করেন। তিনি একবার হাজির হয়েছিলেন জি বাংলা চ্যানেলের Zee Bangla) শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত ‘অপুর সংসার’ (Apur Sansar) টক শোয়ে। এই শোতে তিনি জানান যে, মহানায়ক অভিনেত্রীর বাবাকে খুব ভয় করতেন। তিনি এতটাই ভয় করতেন যে, তাঁর বাবার ভয়ে বাড়ির বাথরুমে লুকিয়ে গেছিলেন।
উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের মজাদার কাহিনী (Funny Life Story of Uttam Kumar & Sabitri Chatterjee)
সাবিত্রীর কথায়, তাঁর বাবা বাড়ির নিয়ম কানুন মেনে চলার ব্যাপারে খুবই কড়া ছিলেন। সেই নিয়ম অনুযায়ী, বাড়িতে প্রবেশের শেষ সময় রাত ১০টা। অভিনেত্রীর বাবা নিজেই বাড়ির প্রধান দরজায় তালা লাগাতেন। এই নিয়মের জেরে মাসের প্রায় ১৫ দিনের মতো সাবিত্রী ও তাঁর বাবার কথা হতো না। এইবার একদিন নাকি, রাত ১০টা পেরিয়ে যাওয়ার পরে সাবিত্রীর বাড়িতে ঢুকেছিলেন অভিনেতা উত্তম কুমার। তখনই নাকি তিনি অভিনেত্রীর বাবার থেকে লুকিয়ে বাথরুমে গিয়ে সাবিত্রীকে ডেকে বলেন, “সাবু আমি এখানে আছি!”