Matchstick Puzzle: লজিক্যাল ম্যাচস্টিক পাজল (Logical Magical Matchstick Puzzle) আসলে পুনর্বিন্যাস করার পাজল। এই পাজলে সমীকরণ থাকে। সেই সমীকরণগুলো ঠিক করার জন্য তথা পাজলটিকে সমাধান করার জন্য ম্যাচস্টিকগুলোকে পুনর্বিন্যাসকরণ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। সাধারণত ম্যাচস্টিক পাজলগুলোতে (Matchstick Puzzle) ভুল সমীকরণ দেওয়া থাকে। এগুলোকে বুদ্ধি করে ম্যাচস্টিক সরিয়ে সঠিক সমীকরণে পরিণত করতে হয়। যাঁরা নিজেদের আইকিউ (IQ) বাড়াতে চান এবং লজ্যিকাল প্রবলেম সমাধান করায় দক্ষতা অর্জন করতে চান, তাঁদের জন্য আজকের প্রতিবেদনে আনা হল এক বিশেষ ম্যাচস্টিক পাজল (Matchstick Brain Teaser)।
Solve the Matchstick Brain Teaser
আজকের প্রতিবেদনে লিখিত সমীকরণটি হল ‘6 – 4 = 4’। একঝলকে মনে হতে পারে সমীকরণটি ঠিকই আছে। কিন্তু গণিতের নিয়ম মেনে অঙ্কটি বিয়োগ করতে বসলে দেখা যাবে, এই সমীকরণটি গাণিতিকভাবে ঠিক নয়। কারণ, এতে ‘6’ ও ‘4’-এর বিয়োগফলরূপে ‘2’-এর বদলে ‘4’ লেখা রয়েছে। সমীকরণের উত্তর দেখে আর বুঝতে বাকি নেই যে, এই সমীকরণটি গাণিতিকভাবে ভুল। এক্ষেত্রে সমীকরণটিকে ঠিক করার জন্য ১টি ম্যাচস্টিক যোগ করতে হবে। এই কাজের জন্য আপনাকে ৫ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-
১
২
৩
৪
৫…… সমাধান করতে পারলেন? না পারলে কোনো ব্যাপার না। সমাধান করার জন্য আপনাকে আরও একটা সুযোগ দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক সমাধান করতে পেরেছেন।
১
২
৩
৪
৫…… ব্যাস! এবার থামুন। কারণ, ৫ সেকেন্ড পেরিয়ে গেছে।
How to solve the Matchstick Brain Teaser?
কি সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি-
ভালো করে লক্ষ্য করে দেখুন ‘6’-এর ডান দিকে উপরের দিকে ১টি ম্যাচস্টিক উল্লম্বভাবে রাখলে তা ‘8’-এর আকার ধারণ করে। আর ‘8 – 4 = 4’ হলে সমীকরণটির সঠিক সমাধান পাওয়া যাবে। এইভাবে সমীকরণটি নির্ভুল গাণিতিক সমীকরণে পরিণত হবে। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Matchstick Puzzle।