Beauty Tips: ত্বক ভালো রাখতে অ্যালোভেরা জেলের ভূমিকা অনস্বীকার্য। এর স্পর্শে ত্বক প্রাণবন্ত হয়ে ওঠে। অনেকেই এই জেল সরাসরি মুখে লাগান। জানিয়ে রাখি, এই জেল অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বক খুবই উপকৃত হয়। সঠিকভাবে এই জেল ব্যবহার করতে পারলে ত্বকের ক্লান্তি, অনিদ্রা ও দূষণজনিত বেহাল দশা রাতারাতি ঠিক হয়ে যেতে পারে। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল (Aloe Vera Beauty Tips)।
Beauty Tips (Face Pack of Aloe Vera Gel)
১. অ্যালোভেরা জেল ও পাতিলেবুর রস (Aloe Vera Gel & Lemon Juice): একটি পাত্র নিতে হবে। সেই পাত্রে অ্যালোভেরা জেল ও পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্যাক ২০-২৫ মিনিটের মতো মুখে লাগিয়ে রেখে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে। পাতিলেবুর উপস্থিতিতে আপনার ত্বক ভিটামিন ‘সি’ পাবে, যা ত্বকের জেল্লা বৃদ্ধি করবে। সপ্তাহে একদিন করলেই ফল হাতেনাতে মিলবে।
২. অ্যালোভেরা জেল ও গোলাপ জল (Aloe Vera Gel & Rose Water): একটি পরিষ্কার পাত্র নিয়ে সেটাতে প্রথমে অ্যালোভেরা জেল নিতে হবে। এই জেলে যোগ করতে হবে গোলাপ জল। দুটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা জল ব্যবহার করে মুখ ধুয়ে ফেলতে হবে। এটা সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যাবে।
৩. অ্যালোভেরা জেল ও ভিটামিন ‘ই’ (Aloe Vera Gel & Vitamin E): রাতের ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ও ভিটামিন ‘ই’ মিশিয়ে মেখে সারা রাত রেখে দিয়ে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল সহযোগে ধুয়ে দিলে ত্বক নরম তুলতুলে হয়ে উঠবে। একইসঙ্গে হারানো জেল্লায় ফিরে পাওয়া যাবে।