রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Nita Ambani: আম্বানির চাকররা নীতা আম্বানিকে ‘ম্যাডাম’ না বলে এই নামে ডাকেন, জানলে চমকে যাবেন!

Nita Ambani: ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) ভারতের অন্যতম সফল ব্যবসায়ী। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (Managing Director), চেয়ারম্যান (Chairman) ও সিংহভাগ শেয়ারের মালিক। ভারতের এই প্রথম সারির ব্যবসায়ী…

Advertisements

Nita Ambani: ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) ভারতের অন্যতম সফল ব্যবসায়ী। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (Managing Director), চেয়ারম্যান (Chairman) ও সিংহভাগ শেয়ারের মালিক। ভারতের এই প্রথম সারির ব্যবসায়ী মুম্বাইয়ের হিল গ্রাঞ্জ হাইস্কুলে স্কুলজীবন শেষ করেন। এরপরে ইউডিসিটি থেকে কেমিক্যাল ইঞ্জিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন এবং স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ-এর ডিগ্রি লাভ করেন।

Nita Ambani

Advertisements

তবে এই প্রতিবেদন মুকেশ আম্বানিকে নিয়ে নয়, তাঁর স্ত্রী নীতা আম্বানিকে (Nita Ambani) নিয়ে। মুকেশ আম্বানির পাশাপাশি নীতার আম্বানির নামও প্রায়শই খবরের শিরোনামে থাকতে দেখা যায়। নীতা রিলায়েন্স ফাউন্ডেশন ও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন হওয়ার পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন ডিরেক্টরও।

Nita Ambani

উল্লেখ্য আজকে এখানে নীতার দামী জিনিসপত্র বা তাঁর দানধ্যানকে নিয়ে নয়, তাঁর বাড়ির অন্য এক বিষয়কে নিয়ে এই প্রতিবেদন। জানা গেছে, নীতা আম্বানিকে তাঁর বাড়ির পরিচারিকারা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করেন না, এক অন্যই নামে ডাকেন। আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে, তাহলে ধনকুবেরের স্ত্রীকে বাড়ির কাজের লোকেরা কী নামে সম্বোধন করেন? এর জবাব লুকিয়ে আছে এই প্রতিবেদনেই। উত্তর জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।

Nita Ambani

মিডিয়া সূত্রে ফাঁস হয়েছে আম্বানি বাড়ির চাকর তথা বাড়ির কাজের লোকেরা নীতা আম্বানিকে কী নামে ডাকেন। জানা গেছে, নীতাকে বাড়ির চাকররা ‘ম্যাডাম’ বলার পরিবর্তে ‘বৌদি’ বলে ডাকেন। অনেকেই জানেন না, আম্বানি পরিবারের চাকরদের সারাক্ষণ আম্বানি বাড়িতেই থাকতে হয়। সারাদিন কাজ করে থাকার মাঝে তাঁরা আম্বানি পরিবারকে নিজের পরিবারের মতো মনে করেন এবং এই সূত্রেই তাঁরা নীতাকে ‘বৌদি’ বলে ডাকেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements