Annapurna Free Food kit Scheme: দেশে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে একাধিক স্কিম লঞ্চ করা হয়। সম্প্রতি প্রকাশ্যে আসা এমনই এক স্কিম বর্তমানে চর্চার বিষয় হয়ে উঠেছে। স্কিমটির নাম হল ‘অন্নপূর্ণা ফুড কিট স্কিম’ (Annapurna Free Food Kit Scheme)। এই স্কিমটি লঞ্চ করা হয়েছে ২০২৩ সালের ১৫ই আগস্ট তারিখে রাজস্থান সরকারের তরফে। ওইদিন স্বয়ং মুখ্যমন্ত্রী অশোক গেহলত জয়পুরে অবস্থিত বিড়লা অডিটোরিয়ামে হাজির থেকে একাধিক পরিবারকে অন্নপূর্ণা ফুড কিট (Annapurna Food Kit) দেন।
ফ্রি ফুড কিট স্কিম(Annapurna Free Food kit Scheme):
এই ‘ফ্রি ফুড কিট স্কিম’ চালু করা হয়েছে রাজস্থান সরকারের তরফে। এই প্রকল্পের দৌলতে সাধারণ মানুষরা বিনামূল্যে খাদ্যসামগ্রী পাবেন। এই স্কিম কোনো পুরোনো স্কিম নয়, একদম নতুন লঞ্চ করেছে রাজস্থান সরকার (Rajasthan Government)। স্কিমটি চালু হয়েছে চলতি মাসেই। ভারতের স্বাধীনতা দিবসে তথা আগস্টের ১৫ তারিখে এই প্রকল্পের সূচনা ঘটে। দাবি করা হয়েছে, এই স্কিমের অধীনে ১.০৪ কোটিরও অধিক পরিবার উপকৃত হবে। চলুন এই ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ফ্রি ফুড কিট স্কিমে কী কী পাওয়া যাবে?(Available Ration in Annapurna Free Food kit Scheme)
রাজস্থান সরকারের এই স্কিমের অধীন যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে, সেগুলো হল- ভোজ্য তেল (সয়াবিন তেল), চিনি, ছোলার ডাল, লাল লঙ্কার গুঁড়ো (১০০ গ্রাম), আয়োডিনযুক্ত নুন, হলুদ গুঁড়ো, ধনে গুরু (৫০ গ্রাম) প্রভৃতি।
ফ্রি ফুড কিট স্কিম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য(Important notes on Annapurna Free Food kit Scheme):
১. প্রত্যেক মাসে পাওয়া যাবে ফ্রী ফুড কিট।
২. রাজস্থানের মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন যে, রাজ্যের ১.০৪ কোটি মানুষ এই প্রকল্প দ্বারা উপকৃত হবেন।
অন্নপূর্ণা ফ্রি ফুড কিট স্কীমের উদ্দেশ্য(Purpose of Annapurna Free Food Kit Scheme ):
রাজস্থান সরকারকে তরফে জানানো হয়, ফ্রি ফুড কিট স্কিম গরীবদের সাহায্য করার জন্য লঞ্চ করা হয়েছে। স্কিমটি লঞ্চ করার সময়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলত বহু দরিদ্র পরিবারের হাতে এই কিট তুলে দেন। তাঁর দাবি, এই প্রকল্পের দৌলতে খাদ্যসামগ্রী পেলে দরিদ্র পরিবারেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
FAQ regarding Annapurna Free Food kit Scheme
Annapurna Free Food kit Scheme Launch Date?
15 August
Annapurna Free food kit scheme launched by whom?
Rajasthan government has launched free food kit scheme
How people will enjoy Annapurna free food kit scheme?
Free food kits will be available every month