রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Anurager Chhowa: বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া’র অভিনেতা, মেয়ে হল না ছেলে?

Anurager Chhowa: নতুন সদস্য এলো 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) অভিনেতার জীবনে। সন্তানের বাবা হলেন অভ্রজিৎ চক্রবর্তী (Avrajit Chakraborty)। জানা গেছে চলতি সপ্তাহে সোমবারে অভিনেতার স্ত্রী রিনিকা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।…

Advertisements

Anurager Chhowa: নতুন সদস্য এলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) অভিনেতার জীবনে। সন্তানের বাবা হলেন অভ্রজিৎ চক্রবর্তী (Avrajit Chakraborty)। জানা গেছে চলতি সপ্তাহে সোমবারে অভিনেতার স্ত্রী রিনিকা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আনেন খোদ অভিনেতা অভ্রজিৎই। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের (Avrajit Social Media Post) মাধ্যমে নেটিজেনদের সঙ্গে খুশির খবর শেয়ার করে নেন।

Anurager Chhowa

Advertisements

অভ্রজিৎ যেখানে অভিনেতা, সেখানে তাঁর স্ত্রী রিনিকা সাহা (Rinika Saha) ধারাবাহিকের সহ পরিচালকের সঙ্গে যুক্ত। ধারাবাহিকের শুটিংয়ের সেটেই দুইজনের দেখা হয় এবং সেখানেই ঘটে প্রেমের সূত্রপাত। ২০২২ সালে পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভ্রজিৎ ও রিনিকা। বছর শেষ হতে না হতেই তাঁদের পরিবারে যোগ দিল নতুন সদস্য।

Anurager Chhowa

দিন কয়েক আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দেন অভ্রজিৎ। সেই পোস্টে তিনি লেখেন, “আজ সকালে আমাদের জীবনে নতুন সদস্য হিসেবে যোগ দিল আমাদের পুত্র সন্তান। ওকে পেয়ে আমরা ধন্য”। অভিনেতা জানিয়েছেন যে, স্ত্রী ও ছেলে দুইজনেই সুস্থ আছে। পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছার বার্তায় উপচে পড়তে দেখা যায়। তিনি সবাইকে এর জন্য ধন্যবাদও জানান।

অভিনেতা অভ্রজিৎ শুধুমাত্র ছোট পর্দার অভিনেতা নন। তাঁকে দেখা গিয়েছে বড়ো পর্দাতেও। তিনি অভিনেতা জিতের ‘চেঙ্গিজ’ (Chengiz) সিনেমায় অভিনয় করেছেন। ছোটপর্দার তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurger Chhowa), ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por), ‘গ্রামের রানী বীনাপানণি’ (Gramer Rani Binapani) ও ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi Na Shes Hoy) অন্যতম।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements