Anurager Chowa: বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। স্টার জলসার এই ধারাবাহিক বহু সিরিয়ালপ্রেমীদেরই প্রিয়। একসময় টিআরপি তালিকায় শীর্ষস্থানে থেকেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। এখনও জনপ্রিয়তা অক্ষত ধারাবাহিকের। প্রায় প্রত্যেক এপিসোডেই থাকছে নতুন মোড় ও জমজমাট কাহিনী। এককথায় দর্শকদের ভরপুর মনোরঞ্জনের সুযোগ তৈরি করে দেয় ‘অনুরাগের ছোঁয়া’।
সম্প্রতি ধারাবাহিকে পালিত হল দীপা ও সূর্যের বিবাহবার্ষিকী। জমকালো সেলিব্রেশনের মাধ্যমে পার হয় বিবাহবার্ষিকীর এপিসোড। প্রত্যেকবারই কাছাকাছি আসার পরেও এক হতে পারেনি মিশকার ষড়যন্ত্রে। কোনো না কোনোভাবে দূরত্ব তৈরি হতে দেখা যায় দুইজনের মধ্যে। ভুল বোঝাবুঝি প্রত্যেকবারই দুইজনকে নদীর দুই প্রান্তে দাঁড় করিয়ে দেয়।
তবে এবার মিশকা চেয়েও যেন দুইজনের সম্পর্কে ফাটল তৈরি করতে পারেনি। যেমনভাবেই হোক এইবার দীপা ও সূর্যের বিশ্বাস একে অপরের প্রতি অটুট। মিশকার ষড়যন্ত্রগুলি প্রথমে সূর্যের ভাবনা চিন্তারও বাইরে ছিল। ‘বেস্ট ফ্রেন্ড’ মিশকা যে কখনও তাঁর ভালোবাসার মানুষের বিরুদ্ধে জাল বুনতে পারে, ভাবতেই পারেনি সে। তবে দীপা লাইভে এলে মিশকার স্বীকারোক্তি শুনে কার্যত ভেঙে পড়ে সূর্য এবং নিজের ভুল সে বুঝতে পারে। সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক করে আবার বিয়ের আসরে দীপা ও সূর্য। এর মধ্যেই মিশকা হাজির হলে তাঁকে হতাশার নজরে দেখে এবং জানায় যে, সে মিশকাকে বিশ্বাস করে ভুল করেছে।
(Anurager Chowa) কী ঘটতে চলেছে?
সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। এই প্রোমো ভিডিওতে সূর্যকে দেখা যায় জেলের মধ্যে। কেন? কারণ তার বিরুদ্ধে মিশকাকে গুলি করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে সূর্যকে নির্দোষ প্রমাণ করতে উদ্যোগী দীপা।
এরপরে কী হবে? বিস্তারে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্ব।