রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

অরিজিৎ-এর অন্য রূপ প্রকাশ্যে! ভাইরাল ভিডিও

Arijit Singh: গায়ক অরিজিৎ সিংয়ের নাম কে না চেনেন! তাঁর জনপ্রিয়তা বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে। এই গায়কের জনপ্রিয়তা শুধুমাত্র দেশের সীমা পর্যন্ত সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে…

Advertisements

Arijit Singh: গায়ক অরিজিৎ সিংয়ের নাম কে না চেনেন! তাঁর জনপ্রিয়তা বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে। এই গায়কের জনপ্রিয়তা শুধুমাত্র দেশের সীমা পর্যন্ত সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে গেছে। তবে এই সবকিছুর পরে এত টুকুও অহংবোধ প্রদর্শন করেন না তিনি। একদম সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ান নিজের এলাকায়। তাঁকে কালীপুজোও মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই কাটাতে দেখা গেল। আর সেই ভিডিওই ভাইরাল হয়ে গেল সম্প্রতি (Arijit Viral Video)।

Arijit Singh

কী করলেন অরিজিৎ?

অরিজিৎকে (Arijit Singh) আর পাঁচটা সাধারণ মানুষের মতোই দেখা গেল কালীপুজোর দিনে। তিনি ওইদিন বড়ো শহরের কোনো জাঁকজমকপূর্ণ কালীমন্দিরে যাননি। কালীপুজোর দিনে তাঁকে দেখা গেল নিজের পাড়ারই সাধারণ কালীমন্দিরে। সেখানে তিনি একলা যাননি, কারণ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী কোয়েল (Koyel)। সবুজ রঙের পাঞ্জাবি পরে হাতে একটি মিষ্টির প্যাকেট নিয়ে সস্ত্রীক হাজির হন স্থানীয় কালীমন্দিরে।

Advertisements

এরপরে তিনি পুজো দেওয়ার জন্য তারকা মনোভাব নিয়ে মোটেই বিশেষ সুযোগ-সুবিধা উপভোগ করে পুজো দেওয়ার চেষ্টা করেননি। পরিবর্তে তাঁকে একদমই সাধারণ মানুষের মতো ভিড়ের মাঝে দাঁড়িয়ে পুজো দিতে দেখা যায়। মহিলা অনুরাগীরা যে গায়ক অরিজিৎ সিংকে মন্দিরে দেখে আপ্লুত, তা ভিডিও দেখেই বোঝা যায়। অনেকেরই চোখমুখের হাবভাবে বোঝা যায় যে, তাঁরা মন্দিরে অরিজিৎকে দেখে বিশ্বাস করতে পারছিলেন না। অনেকে তো আবার প্রতিমা দেখা ছেড়ে দিয়ে গায়ককেই দেখতে শুরু করে দেন।

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@we_are_arijitians)

তবে জিয়াগঞ্জে (Jiyaganj) এই ধরণের ঘটনা নতুন নয়। অরিজিতের সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ানোর ঘটনা একদমই সাধারণ ব্যাপার। তিনি নিজে স্কুটি চালিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যান, আবার কখনও হাতে থলে নিয়ে বাজারে সবজি কিনতে যান।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements