রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Asha Worker Recruitment 2023: রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Asha Worker Recruitment 2023: প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞপ্তি (New Recruitment Notification)। এবার শুধুমাত্র মাধ্যমিক পাশেও প্রত্যেক মাসে আয় করা যাবে হাজার হাজার টাকা। নিম্নে উক্ত পদের শূন্যপদের সংখ্যা, আবেদন প্রক্রিয়া ও…

Advertisements

Asha Worker Recruitment 2023: প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞপ্তি (New Recruitment Notification)। এবার শুধুমাত্র মাধ্যমিক পাশেও প্রত্যেক মাসে আয় করা যাবে হাজার হাজার টাকা। নিম্নে উক্ত পদের শূন্যপদের সংখ্যা, আবেদন প্রক্রিয়া ও আবেদনপত্র জমা করার শেষ তারিখ সম্পর্কে আলোচনা করা হল (Asha Karmi Recruitment Notification)।

All About Of Asha Worker Recruitment 2023

পদের নাম আশাকর্মী (Asha Worker)
শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে ৪৬৭টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা ১. আবেদনকারী প্রার্থী মহিলা হওয়া বাধ্যতামূলক।

Advertisements

২. আবেদনকারী প্রার্থীকে স্থানীয় এলাকার ও ব্লকের বাসিন্দা হতে হবে।

বয়সসীমা ১. আবেদনকারী প্রার্থী সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলে তাঁর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

২. আবেদনকারী প্রার্থী সংরক্ষিত ক্যাটাগরির অন্তর্গত হলে বয়সের ছাড় পেতে পারেন। তফসিলি জাতির অন্তর্গত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সর্বনিম্ন বয়স ২২ বছর হলেই আবেদন করার যাবে।

মাসিক বেতন ১. নিযুক্ত আশাকর্মীরা রাজ্য সরকারের বেতন কমিশনের পরামর্শ অনুযায়ী বেতন পাবেন।

২. মাসিক বেতনের পরিমাণ ৫৫০০ টাকা হবে।

৩. ভাতার পরিমাণ ব্লক অনুযায়ী পরিবর্তিত হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩।

Latest Recruitment Notification

আবেদন প্রক্রিয়া (How to Apply for Asha Worker Recruitment 2023):

১. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২. আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে স্থানীয় জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
৩. ওয়েবসাইটের ঠিকানা https://www.asha.recruitmentmurshidabad.in/
৪. উক্ত ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে আবেদনের কাজ শেষ করতে হবে।
৫. আবেদনপত্র পূরণ করার পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টও আপলোড করতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements