Astrology: শুধুমাত্র মুখ দেখে বা আচরণেই নয়, মানুষের হাত দেখেও তাঁকে চেনা সম্ভব। এমনটাই দাবি করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই শাস্ত্র অনুযায়ী, হাতের রেখা দেখেই মানুষের প্রকৃতি বোঝা সম্ভব। অনেকের হাতে ‘M’ চিহ্নের রেখা দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন এর অর্থ কী? যদি না জেনে থাকেন চট করে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
(Astrology) ডান হাতে ‘M’ থাকলে কী হয়?
জ্যোতিষ শাস্ত্রে দাবি করা হয়, মানুষের ডান হাতে ‘M’ চিহ্ন থাকা সৌভাগ্যের লক্ষণ। এই চিহ্নের গড়ন সম্পর্কে দাবি করে হয় যে, চিহ্নটি মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা ও জীবন রেখার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই চিহ্ন কিন্তু আবার সমস্ত মানুষের হাতে থাকে না। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের হাতে থাকে। কিছু মানুষের হাতে এই রেখা দেখা গেলেও, অনেকের ক্ষেত্রেই আবার চিহ্নটি অস্পষ্ট থাকে। ফলে ‘M’-এর গড়ন স্পষ্টভাবে বোঝা যায় না। যে সমস্ত ব্যক্তির হাতে ‘M’ থাকে, তাঁরা খুবই বিবেকবান হন। একইসঙ্গে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন তাঁরা।
(Shastra) পুরুষের হাতে ‘M’ চিহ্ন থাকলে কী হয়?
‘M’ চিহ্ন যদি পুরুষের হাতে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি যশ, সম্পত্তি ও প্রতিপত্তির অধিকারী হন। উক্ত পুরুষ সমাজের মধ্যে ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেন। এই প্রকৃতির পুরুষরা যাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন, তাঁকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন এবং প্রতিদানে প্রচুর ভালোবাসা পেয়ে থাকেন জীবনসঙ্গীর কাছ থেকে।
(Shastra) মহিলার হাতে ‘M’ চিহ্ন থাকলে কী হয়?
কোনো মহিলারও হাতে ‘M’ চিহ্ন থাকলে, তা কোনোভাবেই চিন্তার ব্যাপার নয়। কারণ, শাস্ত্র অনুযায়ী, কোনো মহিলার হাতে ‘M’ চিহ্ন থাকলে তিনি পুরুষদের থেকেও বেশি সৌভাগ্যের অধিকারী হন। বলা হয়, উক্ত মহিলা খুবই বুদ্ধিমতী ও চতুর প্রকৃতির মানুষ হন এবং কাজেকর্মে দক্ষ ও নিপুণ হন। একইসঙ্গে উক্ত মহিলা সরল মনে অধিকারীও হন বলে দাবি করা হয়। মা হিসাবেও সমস্ত দায়িত্ব নিপুণভাবে পালন করেন উক্ত মহিলা।