রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

ATM Rules 2023: ATM-এর নিয়মে বিরাট বদল! জানুন টাকা তুলতে কোন ব্যাঙ্কের কত সার্ভিস চার্জ দিতে হবে?

ATM Rules 2023: বর্তমানে দেশজুড়ে একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক রয়েছে। এই সমস্ত ব্যাঙ্কের এটিএম-ও সারা দেশেই রয়েছে। এটিএম-এর দৌলতে যে কোনো সময় টাকা তোলা যায়। তবে একটা নির্দিষ্টবারের উর্দ্ধে…

Advertisements

ATM Rules 2023: বর্তমানে দেশজুড়ে একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক রয়েছে। এই সমস্ত ব্যাঙ্কের এটিএম-ও সারা দেশেই রয়েছে। এটিএম-এর দৌলতে যে কোনো সময় টাকা তোলা যায়। তবে একটা নির্দিষ্টবারের উর্দ্ধে টাকা তুলতে গেলে ব্যাঙ্ক অতিরিক্ত টাকা কাটে। একবার দেখে নেওয়া যাক, দেশের গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলো লেনদেনের নির্দিষ্ট সংখ্যা অতিক্রম করলে কত টাকা অতিরিক্ত চার্জ নেয়।

(ATM Rules 2023) কোন ব্যাঙ্কের ATM থেকে টাকা তুললে কত টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে জেনে নিন:

ATM Rules 2023

Advertisements

১. এসবিআই (SBI): স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ৫ বার বিনামূল্যে টাকা তোলায় ছাড় দেওয়া হয়েছে। পঞ্চমবার অতিক্রম করে গেলেই জিএসটি বাদে ১০ টাকা অতিরিক্ত দিতে হবে। অন্য ব্যাঙ্কের এটিএম হলে চার্জ করা হয় ২০টাকা।

ATM Rules 2023

২. পিএনবি (PNB): মাসিক ছাড় পঞ্চমবার পর্যন্ত দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে। এক্ষেত্রেও টাকা লেনদেনের সংখ্যা ৫ বার পার হয়ে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হয়। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে ২১ টাকা চার্জ করা হয়।

ATM Rules 2023

৩. এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank): স্টেট ব্যাঙ্ক ওফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে মাত্র ৫ বার ছাড় দেওয়া হলেও, এইডিএফসি ব্যাঙ্কে ১০ বারের মতো এটিএম লেনদেনে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, ১০ বার পর্যন্ত বিনামূল্যে লেনদেন করা যায়। দশমবার পেরিয়ে গেলেই অতিরিক্ত ২১ টাকা দিতে হয়। এবাদেও কর দিতে হয়।

ATM Rules 2023

৪. আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank): আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে ৫ বার বিনামূল্যে টাকার লেনদেন করতে দেওয়া হয়। এই সীমা পেরোলেই অতিরিক্ত ২০ টাকা নেওয়া হয়। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলেও অতিরিক্ত ২০ টাকা কাটা হয়।

আরবিআই টাকা লেনদেনের সংখ্যার সর্বোচ্চ চার্জের পরিমাণ নির্ধারণ করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, একটি ব্যাঙ্ক সর্বোচ্চ ২১টাকা চার্জ করতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements