রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Awas Yojana 2023: বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে কেন্দ্র! কীভাবে পাবেন? জেনে নিন

Awas Yojana 2023: কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল আবাস যোজনা প্রকল্প (Awas Yojana Prakalpa 2023)। ২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্প এখনও চলছে এবং সমানভাবে জনপ্রিয়। ঠিকঠাকভাবে নথি জমা…

Advertisements

Awas Yojana 2023: কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল আবাস যোজনা প্রকল্প (Awas Yojana Prakalpa 2023)। ২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্প এখনও চলছে এবং সমানভাবে জনপ্রিয়। ঠিকঠাকভাবে নথি জমা দিলেই মিলছে বাড়ি তৈরি করার টাকা! কীভাবে পাওয়া যাবে এই সুবিধা? কারা এই যোজনা উপভোগ করার যোগ্য? সবটাই নিম্নে আলোচনা করা হল (Awas Yojana Scheme 2023)।

Awas Yojana 2023

আবাস যোজনা ২০২৩ (Awas Yojana 2023)

১. চলতি বছরে কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময়ে এই যোজনার জন্য বরাদ্দ টাকার পরিমাণ বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রায় ৬৬% বৃদ্ধি করা হয়।
২. আবেদনকারী ব্যক্তি পাহাড়ি এলাকায় বাড়ি বানাতে চাইলে সরকারের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য হিসাবে পাবেন।
৩. সমতল এলাকার কোনো ব্যক্তি আবেদন করলে বাড়ি বানানোর জন্য পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা।
৪. মূলত পাহাড়ি এলাকায় ও সমতল এলাকায় খরচের পরিমাণে পার্থক্য থাকার কারণেই অনুদানের পরিমাণে ফারাক দেখতে পাওয়া গেছে।
৫. প্রকল্পটির সূচনা ২০১৫ সালে হয়েছিল। পরে এই যোজনার মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর ২০২৪ করে দেওয়া হয়।

Advertisements

আবাস যোজনায় আবেদনের যোগ্যতা ২০২৩ (Eligibility for Awas Yojana 2023)

১. আবাস যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীর পাকা বাড়ি থাকা চলবে না।
২. আবেদনকারীর নিজস্ব কোনো গাড়ি বা বাইক থাকলেও আবেদন করতে পারবেন না।
৩. আবেদনকারীর কিষাণ ক্রেডিট কার্ডে যদি ৫০ হাজার টাকা বা তার বেশি থাকে, তাহলে তিনি আবেদনের যোগ্য নন।

Awas Yojana 2023

আবাস যোজনায় আবেদন জানানোর প্রক্রিয়া ২০২৩ (How to Apply Awas Yojana 2023)

১. প্রথমে যেতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে।
২. ওয়েবসাইটের ঠিকানা http://pmayg.nic.in/
৩. এই ওয়েবসাইটের হোমপেজে গিয়ে মেনু খুঁজতে হবে।
৪. মেনুতে ক্লিক করে মেনু থেকে PMAYG-তে ক্লিক করতে হবে।
৫. ক্লিক করার পরে নতুন একটি পেজ দেখতে পাওয়া যাবে।
৬. এরপরে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements