Awas Yojana New List 2023: কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে নানান রকমের জনদরদী প্রকল্পের বাস্তবায়ন করা হয়ে থাকে। গরিবদের সাহায্য করার জন্য রয়েছে একাধিক প্রকল্প। কোনো প্রকল্প ভাতাকে কেন্দ্র করে, আবার কোনো প্রকল্প আছে ঘরোয়া গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে। কৃষকদের জন্যেও রয়েছে এক বিশেষ প্রকল্প। এমনকি, যাঁদের মাথায় বাড়ির ছাদ নেই, তাঁদের জন্যেও কেন্দ্রীয় সরকারের তরফে প্রকল্প লঞ্চ করা হয়েছে। এমনই এক প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প’ (Pradhan Mantri Awas Yojana Prakalpa 2023)। এই প্রকল্পের দৌলতে বাড়ি বানানোর জন্য আর্থিক অনুদান পেয়ে থাকেন বহু দরিদ্র মানুষ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফে আবাস যোজনা উপভোক্তাদের নামের তালিকা প্রত্যেক বছর প্রকাশ করা হয়, যা আবাস প্লাস তালিকা নামে পরিচিত। কারা আবাস যোজনার সুযোগ পাবেন, তা এই তালিকায় জানানো হয়। এককথায় পাকা বাড়ি বানানোর জন্য কারা কারা কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য পাবে, তা এই তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়। এই আবাস প্লাসের তালিকা দেখারও বিশেষ পদ্ধতি রয়েছে। কীভাবে দেখবেন? জানতে হলে পড়ুন এই প্রতিবেদন।
(Awas Yojana New List 2023) আবাস যোজনায় মোট কত টাকা পাওয়া যায়?
আবাস প্লাস তালিকায় নাম উঠলে উপভোক্তা মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পান। মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথমে কিস্তিতে ৬০ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার ও তৃতীয় কিস্তিতে ১০ হাজার টাকা পেয়ে থাকেন উপভোক্তারা।
(Awas Yojana New List 2023) আবাস প্লাস তালিকা দেখার পদ্ধতি:
১. সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে https://pmayg.nic.in
২. উক্ত ওয়েব অ্যাড্রেস টাইপ করার পরে পৌঁছে যাবেন আবাস যোজনার ওয়েব ঠিকানায়।
৩. ওয়েবসাইটে পৌঁছানোর পরে ‘Awaassoft’ নামক একটি অপশন দেখতে পাওয়া যাবে। এই অপশনের অন্তর্গত ‘রিপোর্ট’ (Report)-এ ক্লিক করতে হবে।
৪. এরপরে দেখতে পাওয়া যাবে ‘বেনিফিসিয়ারী ডিটেলস ফর ভেরিফিকেশন’ (Beneficiary Details For Verification)।
৫. উক্ত অপশনে ক্লিক করলে সাল, জেলা, রাজ্য, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম প্রভৃতি তথ্য দিতে হবে। তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলে পাওয়া যাবে একটি বিশেষ তালিকা।
৬. সেই তালিকাতেই উপভোক্তা নিজের নাম খোঁজার সুযোগ পাবেন।