রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Ayushman Bharat: সরকারি কর্মীসহ সবাই পাবেন ৫ লক্ষ টাকার এই বিশেষ সুবিধা! নোটিশ গেল মন্ত্রিসভায়

Ayushman Bharat: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর! রাজ্য সরকারের তরফে আনা হল এমন এক নিয়ম, যা লাগু হলে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীরা পেতে পারেন ৫ লক্ষ টাকার সুবিধা। উল্লেখ্য, এই সুবিধা…

Advertisements

Ayushman Bharat: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর! রাজ্য সরকারের তরফে আনা হল এমন এক নিয়ম, যা লাগু হলে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীরা পেতে পারেন ৫ লক্ষ টাকার সুবিধা। উল্লেখ্য, এই সুবিধা শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মচারীরাই পাবেন না, আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীরাও পাবেন। কী সেই সুবিধা? চলুন বিস্তারে জেনে নেওয়া যাক।

Ayushman Bharat

Advertisements

রাজ্য সরকারের নয়া নিয়ম চালু হয়ে গেলে রাজ্য সরকারি কর্মচারীরা প্রত্যেক বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাবেন। লক্ষ লক্ষ কর্মচারী ‘আয়ুষ্মান যোজনা’ (Ayushman Bharat Yojana)-র সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

কারা কারা পাবেন আয়ুষ্মান যোজনার সুবিধা?(Who will get the benifit of Ayushman Yojana)

যারা যারা আয়ুষ্মান যোজনার ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন তাঁরা হলেন-

১. চুক্তিভিত্তিক কর্মীরা।
২. অঙ্গনবাড়ি কর্মীরা।
৩. আশা কর্মীরা।
৪. পঞ্চায়েত সচিব, সরকারি কর্মী ও সহায়িকারা।
৫. গ্রাম রোজগার সহকারী কর্মী সহ অন্যান্য সরকারি কর্মচারীরা।

Ayushman Bharat

আয়ুষ্মান যোজনা (Ayushman Bharat Yojana)

আয়ুষ্মান যোজনার এই বিশেষ সুবিধা পশ্চিমবঙ্গের বাসিন্দারা পাবেন না। কারণ, এটি মধ্যপ্রদেশে লাগু হতে চলেছে। ৪ঠা অক্টোবরে মধ্যপ্রদেশ সরকারের তরফে একটি মন্ত্রীসভার বৈঠক বসে। এই বৈঠকেই সরকারি কর্মচারীদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে এই সিদ্ধান্তের অধীনে ৬ অক্টোবর তারিখে যোজনা সংশোধন করা হয়। এই সংশোধিত যোজনার দৌলতেই ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। সরকারের এই সিদ্ধান্ত দ্বারা ৩ লক্ষেরও বেশি সরকারি কর্মচারীরা উপকৃত হবেন।

কারা আয়ুষ্মান যোজনার লাভ পাবেন না?(Who is not eligible for Ayushman BharatAyushman Bharat Yojana?)

১. কোনো সরকারি কর্মচারীর পরিবারের কোনো সদস্য বিগত ৩ বছরের এক বছরও আয়কর দিয়ে থাকলে তিনি এই সুবিধা পাবেন না।
২. কর্মীরা কোনো সরকারি যোজনা থেকে করহীন স্বাস্থ্য পরিষেবা উপভোগ করে থাকলে তাঁরা এই সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন না।
৩. কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হওয়ার পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের অন্য কোনো যোজনার অধীনে স্বাস্থ্য পরিষেবা উপভোগ করে থাকলে, তিনি মধ্যপ্রদেশ সরকারের নয়া নিয়মের সুবিধা নিতে পারবেন না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements