রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Bandhan Bank Recruitment 2023: দিতে হবে না পরীক্ষা! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বন্ধন ব্যাঙ্কে নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Bandhan Bank Recruitment 2023: প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank Recruitment) তরফে। যোগ্যতা দেখে নিয়ে চট করে আবেদন করে ফেলুন। কারণ, এক্ষেত্রে লিখিত…

Advertisements

Bandhan Bank Recruitment 2023: প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank Recruitment) তরফে। যোগ্যতা দেখে নিয়ে চট করে আবেদন করে ফেলুন। কারণ, এক্ষেত্রে লিখিত পরীক্ষা না নিয়েই সরাসরি নিয়োগ করা হবে। নিম্নে এই পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতনের পরিমাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল।

Bandhan Bank Recruitment 2023

Advertisements

All About Of Bandhan Bank Recruitment 2023

পদের নাম ১. ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

২. কাস্টোমার সার্ভিস একজিকিউটিভ (Customer Service Executive)

বয়স ১. আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছরের কম হওয়া যাবে না।

২. আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বেতন এক্ষেত্রে বেতন প্রত্যেক মাসে ১৬, ৫০০ থেকে ২৩,৫০০ দেওয়া হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা ১. আবেদনকারী ব্যক্তিকে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে বা সমতুল্য ডিগ্রি অর্জন করতে হবে।

২. কারোর উচ্চতর ডিগ্রি থাকলে, তিনিও আবেদন করতে পারবেন।

(Bandhan Bank Recruitment 2023 Other Qualifications) অন্যান্য যোগ্যতা

১. ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করার সুযোগ পাবে। এক্ষেত্রে নির্দিষ্টরূপে কোনো জেন্ডারের কথা বলা হয়নি।
২. আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে কাজ করার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

Bandhan Bank Recruitment 2023

Required Documents Of Bandhan Bank Recruitment 2023

১. বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
২. আধার কার্ড।
৩. মাধ্যমিকের মার্কশিট।
৪. ভোটার কার্ড।
৫. উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
৬. গ্রাজুয়েশনের মার্কশিট (থাকলে)।
৭. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো।
৮. আবেদনকারী সিভি।

Bandhan Bank Recruitment 2023

How to Apply for Bandhan Bank Recruitment 2023?

১. এক্ষেত্রে ইমেল মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে সিভি ও অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে।
২. ইমেল আইডিটি হল- hr.bangkinghub@gmail.com
৩. ফোন নম্বরটি হল- 7044871748/ 9679813246।

Bandhan Bank Recruitment 2023 Selection Process

১. সরাসরি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।
২. কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements