রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Bank Holiday List: অক্টোবর মাসে 18 দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক! কবে কবে? রইল তালিকা

Bank Holiday List: সেপ্টেম্বর মাসের মতো অক্টোবর মাসেও থাকছে একগুচ্ছ ছুটি। অক্টোবরে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই কোনো কাজ বাকি থাকলে কিন্তু সময় থাকতে সেরে নিতে হবে। ১৮…

Advertisements

Bank Holiday List: সেপ্টেম্বর মাসের মতো অক্টোবর মাসেও থাকছে একগুচ্ছ ছুটি। অক্টোবরে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই কোনো কাজ বাকি থাকলে কিন্তু সময় থাকতে সেরে নিতে হবে। ১৮ দিন ছুটির মধ্যে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সহ বাকি ছুটিগুলো পুরো দেশজুড়ে রয়েছে। জানলে অবাক হবেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। চলুন একবার দেখে নেওয়া যাক এই ছুটির তালিকা।

SBI

Advertisements

অক্টোবরের ছুটির তালিকা ২০২৩ ( Bank Holiday List of October 2023)

১. ১লা অক্টোবর: এটি পড়েছে রবিবারে। স্বাভাবিকভাবেই ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ২রা অক্টোবর: এটি পড়েছে সোমবারে। স্বাভাবিকভাবেই ওইদিন মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে ছুটি থাকবে।
৩. ৮ই অক্টোবর: এটি পড়েছে রবিবারে। স্বাভাবিকভাবেই ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ১৪ই অক্টোবর: এটি পড়েছে শনিবারে। কলকাতায় মহালয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬. ১৫ই অক্টোবর: রবিবার।
৭. ১৮ই অক্টোবর: এটি পড়েছে বুধবারে। আসামের কাটি বিহুতে ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮. ২১শে অক্টোবর: এটি পড়েছে শনিবারে। দুর্গাপুজোর মহাসপ্তমীর কারণে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯. ২২শে অক্টোবর: রবিবার। ওইদিন মহা অষ্টমীও আছে।
১০. ২৩শে অক্টোবর: এটি পড়েছে সোমবার। দুর্গাপুজোর মহানবমী ও আয়ুধ পুজোর কারণে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, কেরালা, বিহার, তামিলনাড়ু, ওড়িশা ও কানপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১. ২৪শে অক্টোবর: এটি পড়েছে মঙ্গলবারে। বিজয় দশমী ও দশেরা উপলক্ষ্যে মণিপুর ও অন্ধ্রপ্রদেশ ছাড়া দেশের প্রত্যেকটা রাজ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে ওইদিন।

October Holiday List

১২. ২৫শে অক্টোবর: এটি পড়েছে বুধবারে। ওইদিন দশাইনের কারণে সিকিমে ব্যাঙ্কে ছুটি থাকবে।
১৩. ২৬শে অক্টোবর: এটি পড়েছে বৃহস্পতিবারে। ওইদিন দশাইনের কারণে জম্মু-কাশ্মীর ও সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪. ২৭শে অক্টোবর: ওইদিন পড়েছে শুক্রবারে। দশেরার কারণে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫. ২৮শে অক্টোবর: এটি পড়েছে শনিবারে। লক্ষ্মীপুজোর কারণে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬. ২৯শে অক্টোবর: রবিবার।
১৬. ৩১শে অক্টোবর: এটি পড়েছে মঙ্গলবারে। ঐদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের কারণে গুজরাটে ব্যাঙ্কে ছুটি থাকবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements