Bank Privatization: ‘বিক্রি’ হতে চলেছে দেশের এক ‘নামী রাষ্ট্রায়ত্ত’ ব্যাঙ্ক! উক্ত ব্যাঙ্কের বিপুল মাত্রার শেয়ার নিলাম করতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। জানিয়ে রাখি, এখানে কথা বলা হচ্ছে আইডিবিআই ব্যাঙ্ককে (IDBI) নিয়ে। বিস্তারে জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
জানা গেছে, উক্ত ব্যাঙ্কের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টে সাহায্য করার উদ্দেশ্যে ও সম্পত্তির মূল্যায়ন করার জন্য অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগ করতে পারে কেন্দ্রীয় সরকার (Central Government)।
(Bank Privatization IDBI) ব্যাঙ্কের কত শতাংশ বিক্রি হচ্ছে?
সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ও লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একসঙ্গে IDBI ব্যাঙ্কের ৬২ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে। এটি বিক্রি করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইওআই (EOI) জারি করা হয়ে গেছে।
জানা গেছে, বর্তমানে বিড পরীক্ষার কাজ করা হচ্ছে আরবিআই (RBI) ও কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে। বিডিং প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে পৌঁছাতে চাইলে বিডার অর্থাৎ দরদাতাদের আরবিআই ও কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। একইসঙ্গে একটি আরএফপি (RFP)-ও জারি করা হয়েছে ডিআইপিএএম (DIPAM) তথা ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (Department of Investment and Public Asset Management), আইবিবিআই (IBBI) তথা ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়ার অর্থাৎ ভারতের দেউলিয়া পর্ষদের তরফে। এটি মূলত জারি করা হয়েছে অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগ করার জন্য।
(Bank Privatization) Last date to submit bids for IDBI
ভারত সরকার আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগ করার জন্য দরপত্র জমা দেওয়ার ডাক দিয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে একটি সরকরি ডকুমেন্ট থেকে জানা গেছে যে, অ্যাসেট ভ্যালুয়ারকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাসেট ভ্যালুয়েশন ও বিক্রির কাজে সাহায্য করতে হবে।
(Bank Privatization) Indian Government & LICs Partnership on IDBI Bank
বিশেষজ্ঞদের মতে, সরকারের তরফে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে ব্যাঙ্ক বিক্রির কাজ শুরু হয়েছে। IDBI ব্যাঙ্ক ও LIC-র যথাক্রমে ৩০.৪৭% ও ৩০.২৪% বিক্রি করতে চলেছে ভারত সরকার বর্তমানে ভারত সরকার (Indian Government) ও LIC যৌথভাবে IDBI ব্যাঙ্কের প্রায় ৯৫% অংশীদারি নিয়ে আছে।
ফাইন্যান্সিয়াল বিড ডিসেম্বরের মধ্যে ইস্যু করার এবং IDBI ব্যাঙ্কের শেয়ার বিক্রির কাজ আগামী বছরের ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের ফোর্থ কোয়ার্টারে বিক্রি করার পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে। উল্লেখ্য, IDBI ব্যাঙ্কে বর্তমানে ভারত সরকারের ও এলআইসি-র যথাক্রমে ৪৫.৪৮% (Govt stake in idbi bank) ও ৪৯.২৪% (LIC share percentage in IDBI bank) অংশীদারি রয়েছে। এই অবস্থায় উল্লিখিত শেয়ার বিক্রি করার পরে ভারত সরকার IDBI-র ১৫% অংশীদার হবে এবং LIC-এর হাতে ১৯% অংশীদারিত্ব পড়ে থাকবে।