Bank Strike In December: বর্তমানে ডিজিটাল লেনদেন ব্যবস্থা বহু জায়গাতেই উঠতে-বসতে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি বিশেষকে টাকা পাঠানোর কাজ হোক বা টাকা নেওয়ার কাজ, কোথাও পেমেন্ট করার হোক বা বাড়িতে বসে বিদ্যুতের বিল মেটানোর কাজ সবটাই আজকাল ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে এক ক্লিকেই সম্ভব হয়ে যাচ্ছে। যার ফলে বর্তমানে টাকা পাঠানোর জন্য আর ব্যাঙ্কে যাওয়া বাধ্যতামূলক নয়।
যদিও এইসবের মাঝে ব্যাঙ্কের অবদান কোনোকিছুতেই ভুলবার নয়। বিশেষ কিছু ক্ষেত্রে টাকা পাঠানোর জন্য বা তোলার জন্য ব্যাঙ্কে যেতেই হয়। তাছাড়াও আরও নানান রকমের কাজ থাকে ব্যাঙ্কে। এই ব্যাঙ্কই একদিন বন্ধ বলে দরকারের সময়ে মানুষের মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। জানিয়ে রাখি, আগামী মাসে একাধিক ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। তাই কোনো কাজ বাকি থাকলে সময় থাকতেই করে নিতে ধর্মঘটের তারিখগুলো জানতে হবে। নিম্নে এই তারিখগুলো একে একে দেওয়া হল ( December Bank Strike List)।
ব্যাঙ্ক ধর্মঘটের তালিকা: (Bank Strike In December List)
● ৪ঠা ডিসেম্বর, ২০২৩: এদিনের ধর্মঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) থেকে শুরু করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) ও পাঞ্জাব এন্ড সিন্ধ (Punjab And Sindh) ব্যাঙ্কের কর্মীরা অংশগ্রহণ করবে।
● ৫ ডিসেম্বর, ২০২৩: এদিনের ধর্মঘটের অংশ হবেন ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) কর্মীরা।
● ৭ ডিসেম্বর, ২০২৩: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) ও কানাড়া ব্যাঙ্কের (Kanara Bank) কর্মীরা এদিন ধর্মঘটে অংশগ্রহণ করবেন।
● ৮ ডিসেম্বর, ২০২৩: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra) ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India) কর্মীরা এদিন ধর্মঘটে অংশগ্রহণ করবেন।
● ৯ ডিসেম্বর, ২০২৩: এইদিন ধর্মঘটে প্রাইভেট ব্যাঙ্কের (Private Sector Bank) কর্মীরা অংশগ্রহণ করবেন।
ব্যাঙ্ক ধর্মঘটের উদ্দেশ্য: (Purpose of Bank Strike In December)
১. একাধিক ইস্যু তুলে ধর্মঘট ডেকেছেন ব্যাঙ্ক কর্মীরা।
২. মূলত, আউটসোর্সিং না করা বা ব্যাঙ্কে উপযুক্ত সংখ্যায় কর্মী নিয়োগ না করার ইস্যু তুলে এই ধর্মঘট ডাকা হয়েছে।