Viral Video: ভাইরাল হল সুন্দরী যুবতীর এক ভিডিও। এই ভিডিওতে যুবতীকে স্বল্প পোশাকে ডান্স (Dance Viral Video) করতে দেখা যায়। যুবতী নিজের নাচের মাধ্যমে মাতিয়ে রেখে দেন উপস্থিত দর্শকদের। পাশাপাশি বহু নেটিজেনও এই ভিডিও উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বর্তমানে ভাইরাল (Viral Video) হয়ে গেছে। আপনি কি ভিডিও দেখেছেন?
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টি ডান্স অ্যাকাডেমী টিভি’ (T Dance Academy TV) নামক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় অভিনেত্রী স্বপ্না চৌধুরীর (Sapna Chaudhury) ‘বন্দুক ২ রিমিক্স’ (Bandook 2 Remix) গান। এই গানে মঞ্চে উঠে উদ্দাম নাচতে দেখা যায় সুন্দরী যুবতীকে। দাবি করা হয়েছে, ভিডিওটিতে দৃশ্যমান সুন্দরী যুবতীর নাম হল লিজা (Liza)। উন্মুক্ত পেট ও বক্ষদেশ প্রদর্শন করে এনার্জেটিক ডান্স করেন তিনি। লিজাকে স্বল্প দৈর্ঘ্যের পোশাকে ডান্স করতে দেখে ঘুম উড়ে যায় বহু পুরুষ দর্শকের।
এই ভিডিওতে লিজাকে ডার্ক শেডের সিকোয়েন্সের ব্রালেট ও কমলা-হলুদ রঙের স্বল্প দৈর্ঘ্যের স্কার্ট পরে থাকতে দেখা যায়। হল্টার নেকযুক্ত ব্রালেট ও স্কার্টে কোমরের কাছে দেওয়া বিশেষ পটির ডিজাইন বেশ দৃষ্টি আকর্ষণ করার মতো ছিল। সিল্কি স্ট্রেট হেয়ার পরিপাটি করে পনিটেল করে রং-বেরঙের আলোর মাঝে মঞ্চে উঠে দুর্দান্ত এনার্জেটিক ডান্স করতে দেখা যায় লিজাকে (Liza Viral Video)। চোখে কাজল ও ঠোঁটে ডার্ক শেডের লিপস্টিক পরিহিত অবস্থায় তাঁকে খুবই সুন্দর লাগছিল দেখতে। ভিডিওটি মাত্র ২ মাস আগে পোস্ট করা হয়েছে। এরই মধ্যে লাখ লাখ ভিউ পেয়ে গেছে। প্রায় ৫.৫৬ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং ৪ হাজারের মতো মানুষ ভিডিওটি লাইক করেছেন।