Bengali Serial: হঠাৎ হাসপাতালে ভর্তি সবার প্রিয় ‘পটল কুমার’! ঠিক কী এমন হল যে হিয়া দে (Hiya Dey)-কে হাসপাতালে ভর্তি হতে হল? ক্যানুলা নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাঁকে। কী হয়েছে তাঁর? জানা গেছে পটল খ্যাত নায়িকার জটিল অস্ত্রপ্রচার হয়েছে।
সম্প্রতি একটি ফটো ভাইরাল হয়েছে হিয়ার। ফটোটিতে দেখা গেছে, হাসপাতালের কেবিনে থাকা একটি বিছানায় তিনি শুয়ে আছেন এবং তাঁর হাতে রয়েছে ক্যানুলা। ফটোটি হিয়া নিজেই পোস্ট করে হাসপাতালে ভর্তি থাকার খবরটি জানান। সুত্রের খবর অনুযায়ী ‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত হিয়ার অপারেশন কলকাতা শহরের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে হয়েছে। আর সেখানেই তিনি ভর্তি আছেন।
View this post on Instagram
হিয়ার মা সূত্রে জানা যায়, হিয়ার টিউমার অপারেশন হয়েছে। এই টিউমার হয়েছিল তাঁর জরায়ুর পিছনদিকে। প্রায় ১৫ সেমি দৈর্ঘ্যের টিউমার হয়েছিল। মা শ্রাবণী দেবীর কথায়, মঙ্গলবার পর্যন্তও কিছু বোঝা যায়নি। ওইদিন হিয়া নাকি নাচের ক্লাসেও গিয়েছিল। কিন্তু এরপরেই হিয়ার মা তাঁর পেটে অস্বাভাবিক ফোলাভাব লক্ষ করেন। উদ্বিগ্ন হয়ে তাঁরা ডাক্তারের কাছে গেলে টিউমারের ব্যাপারে জানতে পারেন।
View this post on Instagram
হিয়ার বয়স খুব একটা বেশি নয়, মাত্র ১৫ বছর। এই বয়সের মেয়ের টিউমারের খবর শুনে দুশিন্তায় ডুবে গেছিলেন হিয়ার অভিভাবকরা। তবে জানা গেছে, অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে হিয়া আগের তুলনায় ভালো আছেন। ফটোটি হিয়া পোস্ট করে লেখেন, “জটিল অপারেশন হয়েছে আমার। এখন আপাতত ভালো আছি”। হিয়ার অপারেশন হওয়ার খবর প্রকাশ্যে এলে বহু ভক্তই তাঁর সুস্থতা কামনা করে তাঁর পোস্টে মন্তব্য করেন।