রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

কাজের নামে প্রেমিকার সঙ্গে কুকর্মে লিপ্ত বিবাহিত পুরুষ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই শর্টফিল্ম

Bengali Short Film: সম্প্রতি ভাইরাল হল এক ভিডিও (Viral Video)। ভিডিওতে দেখা যায় এক বিবাহিত পুরুষের কুকর্মে লিপ্ত হওয়ার হওয়ার দৃশ্য। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল ফেলে দেয় সোশ্যাল…

Advertisements

Bengali Short Film: সম্প্রতি ভাইরাল হল এক ভিডিও (Viral Video)। ভিডিওতে দেখা যায় এক বিবাহিত পুরুষের কুকর্মে লিপ্ত হওয়ার হওয়ার দৃশ্য। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এই ভিডিও কি আপনি দেখেছেন?

Bengali Short Film

Advertisements

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘স্ন্যাপ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’ (Snap Entertainment Venture) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। মাত্র ৭ মাস আগে চলতি বছরেই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ডেস্ক্রিপশন বক্স থেকে জানতে পারা যায়, এটি একটি বাংলা শর্ট ফিল্ম (Bengali Short Film)। এর নাম ‘লজ্জা’ (Lajja)।

Short Flim

কী আছে কাহিনীতে? (lajja bengali Short Film 2023)

শর্ট ফিল্মটি মূলত ইন্দ্রানী নামক এক বিবাহিত নারী ও তাঁর স্বামী রাকেশকে কেন্দ্র করে। ভিডিওর প্রথমে ইন্দ্রানী ও রাকেশ নামক এক সুখী দম্পতিকে দেখা যায়। কিন্তু ভিডিও এগোলেই রাকেশের বিবাহিত বহির্ভূত সম্পর্ক দেখতে পাওয়া যায়। কাজের নামে বেরিয়ে বিয়ের মাত্র ৬ মাসের মাথায় হোটেলের বন্ধ ঘরে অন্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় রাকেশ। এরপরে কী হয়? জানতে হলে দেখতে হবে ‘স্ন্যাপ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’ (Snap Entertainment Venture) নামক ইউটিউব চ্যানেলের বাংলা শর্ট ফিল্ম ‘লজ্জা’ (Lajja)।

ভিডিওটি মাত্র ৭ মাস আগেই পোস্ট করা হয়েছে ইউটিউব চ্যানেল থেকে। পোস্ট হওয়ার পরে ১৩ হাজার ভিউ পেয়ে গেছে এবং অসংখ্য মানুষ ভিডিওটিকে দেখে ফেলেছেন। প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে এই ভিডিও।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements