Ration Card: অযোগ্য রেশন কার্ড রাখা যাবে না! নইলে দিতে হতে পারে মোটা টাকার জরিমানা। সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে রেশন কার্ড অযোগ্য হওয়ার কারণে লক্ষাধিক টাকা জরিমানা দিতে হবে বলে জানা গেছে। এই রেশন কার্ড হোল্ডারদের বিরুদ্ধে অযোগ্য রেশন কার্ড রাখার অভিযোগ তুলে জরিমানা আরোপ করা হয়েছে রেশন বিভাগের তরফে। মোট ৫ জনকে লক্ষাধিক টাকার জরিমানা দিতে হবে।
কোথায় ঘটেছে?
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) রামগড়ে (Ramgarh)। মঙ্গলবারে তথা ১০ই অক্টোবর তারিখে ডিসি চন্দন কুমারের নির্দেশে ডিস্ট্রিক্ট সাপ্লাই অফিসার রঞ্জিতা টোপ্পো পুরো জেলা জুড়ে সার্চ অপারেশন চালান। এই অভিযানেই ৫ জনের নাম উঠে আসে। এই ৫ জনের বিরুদ্ধে ৪ লক্ষ টাকারও বেশি টাকার জরিমানা আরোপ করা হয়েছে।
জরিমানার পরিমাণ কত?
অভিযুক্ত ৫ জনের কাছ থেকে ১২% সুদ সহ মোটা টাকার জরিমানা আদায় করা হবে। এক্ষেত্রে ৫ জনের মোট সুদের পরিমাণ হবে ৪৯ হাজার ৮৯৪ টাকা। এই পরিমাণ টাকা সহ মোট ৪ লক্ষ ৬৫ হাজার ৬৭৭ টাকা দিতে হবে রেশন কার্ড হোল্ডারদেরকে।
কাদেরকে জরিমানা দিতে হবে? (Ration Card Update)
যাদেরকে জরিমানা দিতে হবে। তাঁদের নাম হল-
১. সঙ্গীতা দেবী, স্বামী রাজু প্রসাদ: এই পরিবারকে ৮৬ হাজার ৩৭০ টাকা জরিমানা দিতে হবে। ৬ নম্বর ওয়ার্ডের এই পরিবারের দোতলা বাড়ি আছে।
২. ফেকন সাউ, বাবা গোবর্ধন সাউ: এই পরিবারকে ১ লক্ষ ১০ হাজার ৪৬৯ টাকা জরিমানা দিতে হবে। ৬ নম্বর ওয়ার্ডের এই পরিবারের বাড়িতে ৩ টেরও বেশি ঘর আছে। এছাড়াও জেনারেল স্টোর ও নিজস্ব গাড়িও আছে।
৩. ফাঙ্গনী দেবী, স্বামী বিশ্বনাথ: ৬ নং ওয়ার্ডের এই পরিবারের কাছ থেকে ১ লক্ষ ৭২ হাজার ৮০ টাকা আদায় করা হবে। এদের দোতলা বাড়ি ও খুশি জেনারেল স্টোর আছে। এই পরিবারের সদস্য রেলে কাজ করে।
৪. সীতা দেবী, স্বামী কিশুন মেহতা: ৬ নং ওয়ার্ডের এই পরিবারকে ৮৯ হাজার ৩৬৯ টাকা দিতে হবে। এই পরিবারের দোতলা বাড়ি আছে।
৫. সুনিতা দেবী, স্বামী জানকী বৈঠা: ৬ নং ওয়ার্ডে বসবাসকারী এই পরিবারের কাছ থেকে ৭২১৮৮ টাকা আদায় করা হবে। এদের ৩ তলা বাড়ি আছে।