রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Birth Certificate: আধার কার্ড থেকেও জরুরী বার্থ সার্টিফিকেট, না থাকলে পাবেন না এই সমস্ত সরকারি সুবিধা

Birth Certificate New Rule: জন্ম শংসাপত্র (Birth Certificate) আছে? উত্তর 'হ্যাঁ' হলে চিন্তার কোনো ব্যাপার নেই। 'না' বলে ঝটপট আবেদন করে ফেলুন। নইলে সরকারি ও বেসরকারি একাধিক সুবিধাই পাবেন না।…

Advertisements

Birth Certificate New Rule: জন্ম শংসাপত্র (Birth Certificate) আছে? উত্তর ‘হ্যাঁ’ হলে চিন্তার কোনো ব্যাপার নেই। ‘না’ বলে ঝটপট আবেদন করে ফেলুন। নইলে সরকারি ও বেসরকারি একাধিক সুবিধাই পাবেন না। বার্থ সার্টিফিকেট কেন্দ্রীক নয়া আইন লাগু হয়ে গেল ১লা অক্টোবর থেকে। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন কাজগুলো বার্থ সার্টিফিকেট না থাকলে করা যাবে না।

Birth Certificate

বার্থ সার্টিফিকেট না থাকলে কোন কোন কাজগুলো করা যাবে না?(Importance of Birth Certificate from 1st October)

১. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে গেল ১লা অক্টোবর থেকে। তাই বার্থ সার্টিফিকেট না থাকলে ভর্তি হওয়া যাবে না।
২. সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য বার্থ সার্টিফিকেট দরকার। তাই জন্ম শংসাপত্র না থাকলে আবেদন করা যাবে না।
৩. বার্থ সার্টিফিকেট ছাড়া আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স তৈরি করা যাবে না।
৪. যদিও এখনও পর্যন্ত আর্থিক লেনদেনের কাজে বার্থ সার্টিফিকেট কোনো মান্যতা পাচ্ছে না। এক্ষেত্রে আপাতত আধার কার্ড ও প্যান কার্ডই ব্যবহৃত হবে।

Advertisements

ডিজিটাল বার্থ সার্টিফিকেট ২০২৩ (Digital Birth Certificate 2023)

১. ব্যবহারিক প্রয়োগের পাশাপাশি বার্থ সার্টিফিকেটের গঠন ও কাঠামোতেও আমূল পরিবর্তন আসতে চলেছে।
২. আগের পাতলা কাগজে থাকা বার্থ সার্টিফিকেট দিয়ে আর ভবিষ্যতে কাজ হবে না। খুব শীগ্রই কেন্দ্রীয় সরকার ডিজিটাল বার্থ সার্টিফিকেট আনতে চলেছে।

Birth Certificate

বার্থ সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (Important Notes on Birth Certificate)

১. ‘জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন বিল (সংশোধনী), ২০২৩’ চলতি বছরে ১লা আগস্টে লোকসভায় পেশ করা হয়।
২. এর ঠিক ৬দিন পরে ৭ই আগস্টে তা রাজ্যসভায় পেশ করা হয়। সেখানেও এই বিল পাশ হয়ে যায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements