রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Brain Teaser: সাংকেতিক চিহ্ন দেখে বলুন তো, ‘ভারতের কোন জায়গার নাম হবে’? সঠিক উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

Brain Teaser: ব্রেন টিজার (Brain Teaser) মানেই মস্তিষ্ককে কসরত করানোর খেলা। এই খেলায় মস্তিষ্কের ক্ষতি হয় না, উপরন্তু উপকৃত হয় মানবদেহ। নিয়মিতভাবে খেললে মস্তিষ্ক ও মনের ক্ষমতা বৃদ্ধি হয়। এই…

Advertisements

Brain Teaser: ব্রেন টিজার (Brain Teaser) মানেই মস্তিষ্ককে কসরত করানোর খেলা। এই খেলায় মস্তিষ্কের ক্ষতি হয় না, উপরন্তু উপকৃত হয় মানবদেহ। নিয়মিতভাবে খেললে মস্তিষ্ক ও মনের ক্ষমতা বৃদ্ধি হয়। এই খেলায় নিয়মিতরূপে অংশগ্রহণের মাধ্যমে মস্তিষ্কের বুদ্ধিমত্তা বাড়ে। ব্রেন টিজারের (Solve Brain Teaser) কাজ শুধুমাত্র মানুষের অবসর সময় ভালোভাবে অতিবাহিত করতে সাহায্য করায় সীমাবদ্ধ নয়। এর কাজ বিস্তৃতি লাভ করেছে মানব মস্তিষ্কের উপকার করার দিকেও।

Brain Teaser

Advertisements

Solve Brain Teaser

আজকের প্রতিবেদনে দেওয়া ছবিতে দুটি সাংকেতিক চিহ্ন আছে। এর মধ্যে একটি হল ‘ডিম’ এবং অপরটি হল ‘মানুষের ছবি’। সাংকেতিক ছবিদুটির মাঝে ‘+’ চিহ্ন দেওয়া রয়েছে। ফটোটির সাংকেতিক ছবি দুটো মিলিয়ে “ভারতের কোন জায়গার নাম হবে?” এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। উত্তর খোঁজার জন্য আপনাকে দেওয়া হল ১০ সেকেন্ড। দেখুন তো আপনি উত্তরটা খুঁজে বের করতে পারেন কিনা।

আপনার সময় শুরু হল এখন…









১০….খুঁজে পেলেন উত্তর? না পেলে কোনো ব্যাপার না, আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হল।










১০…থেমে যান। কারণ ১০ সেকেন্ড সময় পেরিয়ে গেছে।

How to Solve Brain Teaser?

Brain Teaser

আপনি যদি প্রশ্নটা না বুঝে থাকেন, তাহলে আমরা আপনার জন্য পুরো প্রশ্নটা ভেঙে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ডিম ও মানুষের নামটি মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হবে এবং খেয়াল রাখতে হবে শব্দটি যেন ভারতের কোনো এক জায়গার নাম হয়। এই জায়গা ভারতের কোনো রাজ্যের হতে পারে, আবার হতে পারে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের। এই নাম কোনো ছোট শহর বা প্রত্যন্ত গ্রামেরও হতে পারে।

Brain Teaser

এবার তাহলে বুঝতে পেরেছেন, কী উত্তর হতে পারে। না বুঝতে পারলে চিন্তা করবেন না, এই প্রতিবেদনে আপনার জন্য সমাধান দিয়ে দেওয়া হল। এক্ষেত্রে ডিম ও মানুষের নাম দিয়ে ভারতের যে জায়গাটির নাম তৈরি হয়, সেটি হল ‘আন্দামান’। ‘আন্ডা’ (Anda) ও ‘ম্যান’ (Man) যোগ করলেই তৈরি হয়ে যাবে ‘আন্দামান’ (Andaman)।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements