Teacher Recruitment 2023: পুজোর আগেই সুখবর! রাজ্য সরকারের তরফে নিয়োগ করা হতে চলেছে শিক্ষক (Teacher Recruitment 2023)। সম্প্রতি প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, রাজ্য সরকার (State Government) শিক্ষক নিয়োগ করতে চলছে (West Bengal Teacher Recruitment)। রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পরেই শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে। কারা এই সুযোগ পাবে? জানতে হলে পড়তে হবে এই প্রতিবেদন।
কারা সুযোগ পাবেন? (Teacher Recruitment 2023)
রাজ্য সরকারের তরফে শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করা হলেও এই নিয়োগ প্রক্রিয়া পূর্ণ সময়ের জন্য করা হবে না। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। অর্থাৎ, এক্ষেত্রে নিযুক্ত শিক্ষক আংশিক সময়ের জন্য শিক্ষকতা করার সুযোগ পাবেন।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে ব্রাত্য বসুর মন্তব্য (Bratya Basu’s comment on Teacher Recruitment)
শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আয়োজিত মন্ত্রীসভার বৈঠকের পরে ব্রাত্য বসু আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগের কথা জানান। তিনি বলেন যে, রাজ্য শিক্ষা দফতরের তরফে উর্দু অ্যাকাডেমী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে। যদিও ঠিক কতজনকে নিয়োগ করা হবে, সেই ব্যাপারে রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি। তবে এক্ষেত্রে যে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে তা স্পষ্ট।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উর্দু অ্যাকাডেমী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে আমাদের দফতর। আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। ঠিক কতজনকে নিয়োগ করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে আমাদের দফতরের তরফে”।