রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে লাফিং বুদ্ধ, শুধু রাখুন ঘরের এই দিকে

Vastu kiVastu Tips: অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধ দেখতে পাওয়া যায়। এর অর্থ কী? কেন বাড়িতে লাফিং বুদ্ধ রাখা হয়? আসলে বাড়িতে লাফিং বুদ্ধ রাখলে সুখসমৃদ্ধি ফুলেফেঁপে ওঠে। তাই এই আশাতেই…

Advertisements

Vastu kiVastu Tips: অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধ দেখতে পাওয়া যায়। এর অর্থ কী? কেন বাড়িতে লাফিং বুদ্ধ রাখা হয়? আসলে বাড়িতে লাফিং বুদ্ধ রাখলে সুখসমৃদ্ধি ফুলেফেঁপে ওঠে। তাই এই আশাতেই অনেকে বাড়িতে লাফিং বুদ্ধ রাখেন। এই মূর্তি কি অফিসেও রাখা যায়? আর কী কী লাভ পাওয়া যায়? সবটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল (Laughing Buddha Vastu Tips)।

Vastu Tips

বাড়িতে লাফিং বুদ্ধ রাখলে কী হয়? (What Happens if we keep Laughing Buddha in our home?)

১. বাড়িতে লাফিং বুদ্ধ রাখাকে খুবই ইতিবাচক বলা হয়েছে। ফেংশুই অনুযায়ী, লাফিং বুদ্ধা বাড়িতে থাকলে তা বাড়ির জন্য খুবই শুভ।
২. বাড়িতে লাফিং বুদ্ধ রাখলে সুখশান্তি বজায় থাকে এবং আর্থিক সমৃদ্ধি দেখা দেয়।

Advertisements

অফিসে লাফিং বুদ্ধা রাখলে কী হয়? (Vastu Tips)

১. দাবি করা হয়, যেখানেই লাফিং বুদ্ধা থাকে, সেখানে টাকার বৃষ্টি হয়। আর এই কারণেই অনেকেই দোকানে, হোটেলে এবং অফিসে লাফিং বুদ্ধার মূর্তি রেখে থাকেন।
২. তবে জানিয়ে রাখি, নিজে লাফিং বুদ্ধার মূর্তি কিনলে কিন্তু কোনো লাভ হবে না। লাফিং বুদ্ধার এই মূর্তি উপহার হয়ে বাড়িতে আসতে হবে। উপহারে হিসাবে পাওয়া সেই লাফিং বুদ্ধা বাড়িতে বা অফিসে রাখা যেতে পারে। এই কারণেই বহু মানুষ পরস্পরকে লাফিং বুদ্ধা উপহারস্বরূপ দেন।

Vastu Tips

(Vastu Where should we place Laughing Buddha in home?

১. লাফিং বুদ্ধাকে বেদিতে রাখা উচিত।
২. এটিকে অফিস বা বাড়ির মূল দরজার কাছে কিংবা বিছানার পাশে রাখতে হয়। এছাড়াও মূল দরজা থেকে প্রবেশ করার পথেও এটিকে রাখা যেতে পারে।
৩. বাড়িতে রাখার সময়ে এটিকে দক্ষিণ-পূর্ব দিক করে রাখতে হবে।
৪. হল রুম, স্টাডি রুম, ডাইনিং রুম বা লিভিং রুমেও রাখা যেতে পারে।
৫. বাচ্চাদের পড়ার জায়গার পাশে রাখলে পড়ায় মনোযোগ বাড়ে।
৬. খেয়াল রাখতে হবে, এই মূর্তিটি যেন বাড়ির সাধারণ মেঝে থেকে কমপক্ষে ৩০ ইঞ্চি উপরে থাকে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements