Business Idea: কেউ চাকরি করতে ভালোবাসেন, আবার কেউ ব্যবসার দিকে ঝোঁকেন। বেশিরভাগ মানুষই কম বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসা শুরু করে উপার্জন করতে চান। এখানে এমনই একটি ব্যবসার আইডিয়া দেওয়া হল, যেটাতে খুবই কম বিনিয়োগ করে মোটা টাকা আয় করা সম্ভব (Business Idea)।
এই প্রতিবেদনে মাশরুম চাষকে (Mushroom Cultivation) নিয়ে আলোচনা করা হচ্ছে। মাশরুম চাষ করার মাধ্যমেই আজকাল অনেকে নিজের ভাগ্য বদলে ফেলেছেন। বাজারে বিক্রীত ১ কেজি মাশরুমের দাম ২০০ থেকে ৩০০ টাকাও হতে পারে। তবে আজকের প্রতিবেদনে এমন কিছু মাশরুমের কথা বলা হচ্ছে, যেগুলোর বিক্রি করলে লাখ টাকা আয় হতে পারে। এই বিরল প্রকৃতির দামী মাশরুমগুলো সাধারণের ধনী ব্যক্তিরা খেয়ে থাকেন।
(Business Ideas) বিশ্বের কিছু দামী মাশরুম, যেগুলি থেকে আয় হতে পারে মোটা টাকা:
১. মাতসুতাকে (Matsutake): এই মাশরুম বিশেষ সুগন্ধির জন্য মাশরুমপ্রেমীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। বেশ চড়া দামে বিক্রি হয় এই বাদামি মাশরুম। বিদেশের মাটিতে এটি কেজি প্রতি ৩-৫ লক্ষ টাকায় বিক্রি হয়।
২. ইউরোপিয়ান হোয়াইট ট্রাফল (European White Truffle): বিশ্বের অন্যতম দামি মাশরুম হল ইউরোপিয়ান হোয়াইট ট্রাফল। এটিও বিরল প্রকৃতির মাশরুমের তালিকায় পড়ে। এটি বিদেশের বাজারে ৮-৯ লক্ষ টাকা/ কেজিতে বিক্রি হয়। এই গাছ নিজেই বেড়ে উঠতে পারে।
৩. কালো ট্রাফল (Black Truffle): ইউরোপের সাদা ট্রাফলের সঙ্গে এর বেশ মিল রয়েছে। এই বিরল প্রকৃতির মাশরুম আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ১-২ লক্ষ টাকা দরে বিক্রি হয়।
৪. চ্যান্টেরেল (Chanterelle): এই মাশরুম দেখতে পাওয়া যায় ইউক্রেন ও ইউরোপের মাটিতে। এই মাশরুম নানান রকমের রঙে পাওয়া গেলেও হলুদ চ্যান্টেরেল সবচেয়ে বেশি জনপ্রিয়। আন্তর্জাতিক বাজারে এর দাম ৩০-৪০ হাজার হতে পারে।