রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Business Idea without Investment: বিনা পুঁজিতে শুরু করুন এই ৫টি ব্যবসা, মাস গেলে আয় হবে লাখ লাখ টাকা

Business Idea without Investment: অনেকেরই চাকরিজীবন পছন্দ নয়। বহু মানুষ আছেন নাইন টু ফাইভ রুটিনে কাজ করতে অভ্যস্ত নন। এই প্রকৃতির মানুষের মধ্যে অনেকে ব্যবসা শুরু করতে চাইলেও পুঁজির অভাবে…

Advertisements

Business Idea without Investment: অনেকেরই চাকরিজীবন পছন্দ নয়। বহু মানুষ আছেন নাইন টু ফাইভ রুটিনে কাজ করতে অভ্যস্ত নন। এই প্রকৃতির মানুষের মধ্যে অনেকে ব্যবসা শুরু করতে চাইলেও পুঁজির অভাবে শুরু করতে পারেন না। আপনিও যদি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে পড়তে পারেন এই প্রতিবেদন। কারণ, এখানে বিনা বিনিয়োগেই শুরু করা যাবে এমন ৫টি কাজের কথা উল্লেখ করা হয়েছে (Business name with zero investment)। চলুন জেনে নেওয়া যাক, সেই সমস্ত কাজের নাম।

(Business Idea without Investment) রইল বিনা পুঁজিতে ব্যবসার ৫ দুর্দান্ত আইডিয়া

১. প্যাকিংয়ের কাজ: কোনো সংস্থা নিজেই প্যাকিংয়ের কাজ করে, আবার কোনো সংস্থা প্যাকিংয়ের কাজ তৃতীয় কোনো ব্যক্তির কাছে করায়। আপনি এই প্যাকিংয়ের কাজ করতে পারেন। তবে এরজন্য আপনাকে সেই সমস্ত সংস্থার নাম খুঁজে বের করতে হবে এবং কাজ আদায় করতে হবে। জানিয়ে রাখি, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো সংস্থা তৃতীয় ব্যক্তিদের দিয়ে প্যাকিংয়ের কাজ করিয়ে থাকে। ভালো করে খোঁজ নিয়ে আপনাকে কাজ করা শুরু করতে হবে।

Advertisements

Business Idea without Investment

২. মোমবাতি তৈরি করা: ভারতে বেশ ভালোই মোমবাতির চাহিদা রয়েছে। বাড়িতে কারেন্ট চলে গেলে অনেকেই মোমবাতি জ্বালান। আবার, ধর্মীয় বিভিন্ন কাজে বা উৎসবে মোমবাতি ব্যবহৃত হয়। আপনার যদি ডিজাইনার মোমবাতি তৈরি করার দক্ষতা থাকে, তাহলে তো ব্যবসা আরও ভালোভাবে চলবে।
৩. বেবি সিটিংয়ের কাজ: পূর্বে শুধুমাত্র পাশ্চাত্যেই দেখা গেলেও, বর্তমানে ভারতেও দেখা যাচ্ছে বেবি সিটিংয়ের (Babysitting Work) কাজ। আজকাল অনেকেই বাইরের কাজে ব্যস্ত থাকেন। এই অবস্থায় সন্তানের দেখাশোনা করার জন্য তাঁদের দরকার কোনো এক মানুষের, যে কিনা তাঁদের সন্তানের দেখাশোনা করবে। আপনি এই কাজ করতে পারেন।

Business Idea without Investment

৪. শাড়ি বা জুয়েলারির ব্যবসা: ভারতে জুয়েলারি বা শাড়ির চাহিদা কম নয়। এমনকি করোনা অতিমারিতে লকডাউনের সময়েও হুহু করে বিক্রি হয়েছে শাড়ি ও গয়না। হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী মাধ্যম পাল্টেছে। লকডাউনের পর থেকে অনলাইন কেনাবেচার কাজ বেশ ভালোই চলতে দেখা গেছে। এক্ষেত্রে আপনাকে বিক্রির জন্য কোনো জায়গা ভাড়া নিতে হবে না, বাড়িতে বসেই করা যাবে। চাইলে আপনি এই কাজ করতে পারেন।

Business Idea without Investment

৫. ইউটিউব ভিডিও পোস্ট করা বা ব্লগ লেখার কাজ: আজকাল বহু মানুষ ইউটিউব ভিডিও বানিয়ে তা পোস্ট করে বা ব্লগে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করছেন। এমনকি ইউটিউব থেকেই ভিডিও এডিটিং শিখে ভিডিও বানিয়েও ইউটিউবে আপলোড করে টাকা উপার্জন করা যায়। তবে যে বিষয়ে লিখবেন বা ভিডিও বানাবেন, সেই বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements