Vastu Tips: বাড়িতে যদি সারাক্ষণ অশান্তি লেগে থাকে, তাহলে বাড়ির বহু কাজে বাধার সৃষ্টি হতে দেখা পারে। এই ঘটনা বাড়ির সদস্যদের উন্নতির পথেও বাধার সৃষ্টি হয়। বাড়ির বাস্তুদোষ ভালো না হলে বাড়ির সুস্থ পরিবেশ প্রভাবিত হয়। অশান্তি-বিবাদ দেখা যায়, সফল কাজ অসফল হয়ে যায়। এই পরিস্থিতিতে বাস্তুদোষ দূর করতে চাইলে কর্পূর নিয়ে বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। নিম্নে এই নিয়ে আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে কর্পূর ব্যবহার করার সুফল:
১. বাস্তুদোষ দূর করে: বাড়িতে কোনো স্থানে বাস্তুদোষ থাকলে নিতে পারেন কর্পূরের সাহায্য। কর্পূরের ২টো ট্যাবলেট নিয়ে সংশ্লিষ্ট স্থানে রাখতে হবে। শেষ হয়ে গেলেই আবার বদলে নতুন কর্পূর রাখতে হবে। এমনটা করলেই বাস্তুদোষ দূর হবে।
২. অর্থনৈতিক সংকট: অনেক সময়েই ঋণের বোঝা বেড়ে যেতে দেখা যায় কিংবা উপার্জন কমে যেতে দেখা যায়। কোনো কারণে আর্থিক অবস্থা খারাপ হতে থাকলে রান্নাঘরে একটি রূপোর পাত্র রেখে সেটিতে কর্পূর ও লবঙ্গ রেখে জ্বালাতে পারেন। এমনটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে বাড়ির সদস্যদের উপরে।
৩. সৌভাগ্য আনে: অনেক সময়ে নিজের সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে কাজ করলেও কাজ সফল হতে দেখা যায় না। এই অবস্থায় জলের মধ্যে কর্পূর তেল দিয়ে ভালো করে মিশিয়ে স্নান করতে হবে। এমনটা করলে জীবনে সৌভাগ্য আসবে।
৪. বাড়িতে শান্তি আনে: একটি পাত্রে দেশী ঘি নিয়ে সেটাতে কর্পূর ডুবাতে হবে এবং পোড়াতে হবে। এর সুগন্ধীতে সারা ঘরে ভরে যাবে এবং বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকবে। পরিবারে সুখ আসবে এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে।
৫. ব্যবসা ও চাকরি জীবনে সফলতা আনে: এর জন্য একটি পাত্র কর্পূর ও লবঙ্গ রেখে জ্বালাতে হবে। এটি রান্নাঘরের কোনো এক পরিস্কার জায়গায় রাখতে হবে। এমনটা করলে বাড়ির সবার জীবনে ব্যবসায়িক উন্নতি দেখা যাবে। ভালো ফল পাওয়া যাবে চাকরিতেও। একইসঙ্গে লবঙ্গ ও কর্পূর জ্বালিয়ে সন্ধ্যাবেলায় সারা বাড়িতে ঘুরিয়ে নিলে কার্যকরী ফল পাওয়া যাবে।