Optical Illusion: অপটিক্যাল ইলিউশন খুবই সহজেই সমাধান করা যায়। হ্যাঁ, ঠিকই শুনলেন। এই বিশেষ প্রকৃতির ধাঁধা খুব সহজেই সমাধান করা সম্ভব, যদি আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকে। তবে শুধুমাত্র তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকাই যথেষ্ট নয়। এই ইলিউশন সমাধান করার জন্য আপনাকে মনোযোগীও হতে হবে। এই বিশেষ বৈশিষ্ট্যটি না থাকলে আপনি কখনওই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারবেন না।
অপটিক্যাল ইলিউশন সমাধান করতে বসলে দৃষ্টিশক্তি ও মনোযোগের পরীক্ষা করা সম্ভব। যেহেতু সবাই সীমিত সময়ের মধ্যে এই ইলিউশন সমাধান করতে পারে না, তাই আপনি যদি সমাধান করতে পারেন, মানতে হবে আপনি জিনিয়াস! তাহলে কি একবার পরীক্ষা করে দেখা যাক? এই প্রতিবেদনে একটি অপটিক্যাল ইলিউশন পেশ করা হয়েছে। দেখুন সেটি সমাধান করতে পারেন কিনা।
আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনটিতে একটি গাঢ় বেগুনি রঙের ফটো দেখতে পাওয়া যায়। এই ফটোর দিকে তাকালে বোঝা যাবে এই অপটিক্যাল ইলিউশনে একাধিক একই রকমের সংখ্যার ভিড়ে একটি ইউনিক সংখ্যা খুঁজতে বলা হয়েছে। এই ফটোতে পুরো পেজজুড়ে লেখা আছে ‘181’ নম্বর। এই ‘181’-এর ভিড়েই চুপটি করে লুকিয়ে আছে ‘101’ নম্বর। আপনার কাজ হবে এই নম্বরটিকেই খুঁজে বের করা। এর জন্য আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হল।
আপনার সময় শুরু হল এখন-
১
২
৩
৪
৫
৬
৭…ব্যাস! এখানেই থেমে যান। কারণ ৭ সেকেন্ড পেরিয়ে গেছে।
খুঁজে পেলেন? না পেলেও চিন্তা করবেন না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান পেশ করা হল। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ফটোটির একাদশ স্তম্ভের তৃতীয় স্থানে রয়েছে ‘101’ নম্বরটি।