রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: ছবিতে রয়েছে ৩টি সহজ পার্থক্য, 22 সেকেন্ডে খুঁজে পেলে আপনি জিনিয়াস

Optical Illusion: আপনার যদি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকে, তাহলে এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ নিয়ে দেখান। এক্ষেত্রে আপনাকে পাশাপাশি থাকা দুটি ফটোর মধ্যে পার্থক্য খুঁজে দেখাতে হবে। দুই ফটোর মধ্যবর্তী পার্থক্য খোঁজার…

Advertisements

Optical Illusion: আপনার যদি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকে, তাহলে এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ নিয়ে দেখান। এক্ষেত্রে আপনাকে পাশাপাশি থাকা দুটি ফটোর মধ্যে পার্থক্য খুঁজে দেখাতে হবে। দুই ফটোর মধ্যবর্তী পার্থক্য খোঁজার জন্য মাত্র ২২ সেকেন্ড দেওয়া হয়েছে। এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজতে হবে। ২২ সেকেন্ডের মধ্যে খুঁজে ফেলতে পারলেই আপনি এই খেলার বিজেতা হয়ে যাবেন। তাহলে একবার পরীক্ষা করেই দেখা যায়, আপনি এর উত্তর দিতে পারেন কিনা।

Optical Illusion

Advertisements

বর্তমানে ইন্টারনেট জগতের একটা বড়ো অংশ পাজলকে কেন্দ্র করে আবর্তিত। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পাজল কেন্দ্রীক আসর বসতে দেখা যায়। আট থেকে আশি সবাই মজে রয়েছে পাজল সমাধানের খেলায়। ইন্টারনেট খুলে পাজল সার্চ করলেই অগুনিতক পাজল দেখা যায়। পাজলপ্রেমীরা নিজেদের পছন্দের ভিত্তিতে প্রিয় পাজল সিলেক্ট করেন এবং সেটি সমাধান করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ‘স্পট দ্য ডিফারেন্স পাজল’ (Spot The Difference Puzzle) যদি আপনার পছন্দের হয়ে থাকে, তাহলে এই প্রতিবেদনে দেওয়া পাজলটি সমাধান করার চেষ্টা করে দেখতে পারেন।

আপনার সময় শুরু হলো

১০

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২……………………………………………. ব্যাস সময় শেষ, নিচে ছবিতে পার্থক্য বোঝানো রইল।

Optical Illusion

প্রতিবেদনে পেশ করা ফটোতে পাশাপাশি অবস্থিত দুটি ছবিতে কোনো এক জঙ্গলের দৃশ্য দেখতে পাওয়া যায়। এই দৃশ্যে রয়েছে নীল আকাশ, পেঁজা তুলোর মতো আকাশে ভাসতে থাকা দুই মেঘ, জঙ্গলের মাটি ও সেই মাটির উরে দাঁড়িয়ে খাওয়া একটি কাঠবিড়ালি। আপনাকে এই দুটো ফটোর মধ্যে ৩টি পার্থক্য খুঁজতে হবে। প্রথম তাকালে হয়তো কোন পার্থক্যই চোখে পড়বে না। তবে ভালো করে তাকালে তিনটি পার্থক্য ঠিকই দেখতে পাওয়া যাবে। খুঁজে পেলেন? না পেলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।

Solve The Optical Illusion

Optical Illusion

এক ঝলকে

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements