Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করতে বসলে আমরা এক ভিন্ন জগতের স্বাদ নেওয়ার সুযোগ পাই। কারণ, অপটিক্যাল ইলিউশনের সমাধানে দৃষ্টিশক্তি ও ধৈর্য্য পরীক্ষা করার পাশাপাশি আমার মজা করে সময় কাটানোরও সুযোগ পেয়ে থাকি। কিছু অপটিক্যাল ইলিউশনে সীমিত সময়ের মধ্যে উত্তর খোঁজার চ্যালেঞ্জ থাকে, আবার কিছু অপটিক্যাল ইলিউশনে সময়ের সীমাবদ্ধতা না থাকলেও নিজের উত্তর দেওয়ার পরে আসল উত্তরের অপেক্ষায় থাকতে হয়।
এই খেলায় শেষ পর্যন্ত একটা রহস্য কাজ করে। কারণ অপটিক্যাল ইলিউশন সমাধান করতে বসলে হয় আমাদের মনে প্রশ্ন উঠতে থাকে যে, আমরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তর খুঁজে পাবো কিনা। আর না হলে শেষ পর্যন্ত উত্তর মিলবে কিনা, এটা মাথায় ঘুরতে থাকে। উত্তরদাতা সঠিক উত্তর খুঁজতে পারবেন কিনা, সেটা পুরোই নির্ভর করে তাঁর শারীরিক ক্ষমতা ও ব্যক্তিত্বের উপরে।
এই যেমন আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনটিতে একটি বেগুনী রঙের ফটো দেখতে পাওয়া যায়। এই ফটোর দিকে তাকালে বোঝা যাবে এই অপটিক্যাল ইলিউশনে একাধিক একই রকমের সংখ্যার ভিড়ে একটি ভিন্ন সংখ্যা খুঁজতে বলা হয়েছে। এই ফটোতে পুরো পেজজুড়ে লেখা আছে ‘320’ নম্বর। এই ‘320-এর ভিড়েই চুপটি করে লুকিয়ে আছে ‘330’ নম্বর। আপনার কাজ হবে এই নম্বরটিকেই খুঁজে বের করা। এর জন্য আপনাকে ৯ সেকেন্ড সময় দেওয়া হল।
আপনার সময় শুরু হল এখন-
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯…ব্যাস! এখানেই থেমে যেতে হবে। কারণ ৯ সেকেন্ড পেরিয়ে গেছে।
খুঁজে পেলেন? না পেলেও চিন্তা করবেন না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান পেশ করা হল। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ফটোটির ৪র্থ স্তম্ভের ১৫-তম স্থানে রয়েছে ‘330’ নম্বরটি।