Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মানেই বাস্তবের থেকে আলাদা কিছু উপলব্ধ করা। এর কারণ হিসেবে দুটি বিষয় থাকতে পারে। একটি হল দৃষ্টিশক্তি খারাপ থাকা এবং অপরটি হল মনযোগ কম থাকা। যে সমস্ত মানুষ এই দুটি বিষয়কেই জয় করে নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারেন।
আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনের দিকে তাকালে প্রথমে দেখতে পাওয়া যাবে একটি সবুজ রঙের ফটো। সেই ফটো জুড়ে কালো কালিতে ‘5301’ লেখা থাকতে দেখা গিয়েছে। প্রথম দেখলে মনে হবে যে, শুধুমাত্র ‘5301’ সংখ্যাটাই লেখা আছে। তবে ভালো করে খুঁটিয়ে দেখলে খুঁজে পাওয়া যাবে ‘5801’। এই ‘5801’ খোঁজাই হল উত্তরদাতার কাজ। ‘5301’-এর ভিড়ে লুকিয়ে থাকা ‘5801’-এর ফটোটাই নেটিজেনদের ঘুম উড়িয়ে রেখে দিয়েছে। অনেকে তো সমাধান করতে না পেরে খেলা ছেড়ে পালিয়েছেন। আপনি যদি নিজেকে লেজেন্ড ভেবে থাকেন, তাহলে এই অপটিক্যাল ইলিউশনটি সমাধান করার চেষ্টা করতে পারেন।
সারাদিন ধরে খুঁজলে কখনও না কখনও তো খুঁজে পাবেনই। কিন্তু সীমিত সময়ের মধ্যে খোঁজাটাই হল চ্যালেঞ্জ। ‘5801’ খোঁজার জন্য আপনাকে মাত্র ৪ সেকেন্ড সময় দেওয়া হল।
আপনার সময় শুরু হচ্ছে এখন-
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০…… ব্যাস! এইবারে কিন্তু থেমে যেতে হবে। কারণ, সময় শেষ হয়ে গেছে। আর খোঁজাখুঁজি করা যাবে না।
খুঁজে পেয়েছেন আপনি? না পেলে চিন্তা করবেন না। কারণ, আমরা আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে সেটা দেখতে পারেন। খুঁজে না পেলে মন খারাপ করবেন না। আমরা আপনাদের জন্য নিয়ে আসব নতুন একটা Optical Illusion।