Optical Illusion: ইন্টারনেটের জগতে পা দিলেই নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) দেখতে পাওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের নানান বিভাগ রয়েছে। কোনো অপটিক্যাল ইলিউশন দিয়ে পার্সোনালিটি টেস্ট (Personality Test) করা যায়, আবার কোনো অপটিক্যাল ইলিউশন দিয়ে দৃষ্টিশক্তি যাচাই করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল দিতে পারলে বা চোখ যা দেখতে পাওয়া যাচ্ছে তা সঠিকভাবে বলতে পারলেই উত্তরদাতা ব্যক্তি অপটিক্যাল ইলিউশন খেলায় জয় লাভ করেন।
Solve Optical Illusion
আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনটিতে (Optical Illusion) একটি নীল রঙের ফটো দেখতে পাওয়া যায়। এই ফটোর দিকে তাকালে বোঝা যাবে এই অপটিক্যাল ইলিউশনে একাধিক একই রকমের সংখ্যার ভিড়ে একটি ভিন্ন সংখ্যা খুঁজতে বলা হয়েছে। এই ফটোতে পুরো পেজ জুড়ে লেখা আছে ’65’ নম্বর। এই ’65’-এর ভিড়েই চুপটি করে লুকিয়ে আছে ’66’ নম্বরটি। আপনার কাজ হল এই নম্বরটিকে খুঁজে বের করা। এর জন্য আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হল।
আপনার সময় শুরু হল এখন-
১
২
৩
৪
৫
৬
৭…খুঁজে পেলেন না? আচ্ছা, কোনো ব্যাপার না। শুধুমাত্র আপনার জন্য খোঁজার আরও একটা সুযোগ দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক খুঁজে পেয়ে গেছেন।
১
২
৩
৪
৫
৬
৭..এবার, থেমে যান। কারণ ৭ সেকেন্ড দ্বিতীয়বারের মতোও পেরিয়ে গেছে। লুকিয়ে থাকা সংখ্যাটিকে খোঁজার জন্য আপনার হাতে আর সময় নেই, শেষ হয়ে গেছে।
How to solve Optical Illusion?
খুঁজে না পেলে চিন্তা করবেন না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ফটোটির তৃতীয় স্তম্ভের ১৫-তম স্থানে ’66’ নম্বরটি আছে। আপনি সমাধান করতে পারলে খুবই ভালো কথা। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Optical Illusion।