রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: ছবিতে থাকা প্রচুর ‘6332’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘6832’, ৬ সেকেন্ডে খুঁজে পেলে আপনি জিনিয়াস

Optical Illusion: একঘেঁয়ে লাগছে জীবনে? একঘেয়েমি দূর করার জন্য জীবনে নতুন ধরনের থ্রিলিং কিছু করতে চাইছেন? এই দুই প্রশ্নের উত্তরই যদি আপনার হ্যাঁ হয়। তাহলে ঠিক জায়গায় এসেছেন। কারণ, এই…

Advertisements

Optical Illusion: একঘেঁয়ে লাগছে জীবনে? একঘেয়েমি দূর করার জন্য জীবনে নতুন ধরনের থ্রিলিং কিছু করতে চাইছেন? এই দুই প্রশ্নের উত্তরই যদি আপনার হ্যাঁ হয়। তাহলে ঠিক জায়গায় এসেছেন। কারণ, এই প্রতিবেদনে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়ার মতো একটি পাজল দেওয়া হয়েছে। এটি মূলত পিকচার পাজল (Picture Puzzle)। এই পাজলে (Puzzle) খুঁজতে হয় লুকিয়ে থাকা কোনো বস্তু। যেহেতু লুকিয়ে থাকা জিনিস খুঁজতে হয়, তাই এটি হিডেন পাজল (Hidden Puzzle) নামেও পরিচিত।

Optical Illusion: ছবিতে থাকা প্রচুর '6332'-এর ভিড়ে লুকিয়ে আছে একটি '6832', ৬ সেকেন্ডে খুঁজে পেলে আপনি জিনিয়াস - Youth Bengal

Advertisements

আজকের প্রতিবেদনে দেওয়া পাজলে একটি খয়েরি রঙের রঙিন ফটো দেখতে পাওয়া যায়। এই ফটোতে একবার তাকালে মনে হবে যে, এতে শুধুমাত্র ‘6332’ লেখা রয়েছে। কিন্তু সময় নিয়ে যদি খুঁটিয়ে দেখা হয়, তাহলে আরও একটি নম্বর ‘6832’ লেখা থাকতে দেখা যাবে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এটা খুঁজে বের করার জন্য অবশ্য আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন। ‘6332’-এর ভিড়ে ‘6832’ খোঁজার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৬ সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন-






৬…… থেমে যান। আপনার সময় শেষ হয়ে গেছে।

কি? খুঁজে পেলেন কী? না পারলে আসুন আমরা আপনাকে খুঁজে দেওয়ার পদ্ধতি জানিয়ে দিচ্ছি-

Optical Illusion

ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, ফটোটির তৃতীয় স্তম্ভের দশম স্থানে ‘6832’ লেখা রয়েছে। আজকের এই প্রতিবেদনে আপনার জন্য সমাধানও দিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন মনে হলে সেটা দেখে নিতে পারেন। সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Optical Illusion।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements