Optical Illusion: অপটিক্যাল ইলিউশনকে আসলে দৃষ্টি কেন্দ্রীক বিভ্রম। এটা তখনই ঘটে যখন আমাদের বাস্তবকে বোঝার উপলব্ধি প্রকৃত বাস্তবের থেকে আলাদা হয়। এই অপটিক্যাল ইলিউশন নেটিজেনদের মধ্যে অন্যতম প্রিয় বিষয়ে পরিণত হয়েছে।
এইগুলো হল মনকে বিভ্রান্ত করে দেওয়া সেই সমস্ত ছবি, যা প্রথম ঝলকে লুকিয়ে থাকা বস্তুকে খালি চোখে দেখতে দেয় না। এমনকি কখনও কখনও বস্তুগুলো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমাদের দৃষ্টি ভ্রম হওয়ার কারণে তা আমরা দেখতে পাই না। দাবি করা হয় অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে মানুষ আরও মনোযোগী হয়ে ওঠে এবং পর্যবেক্ষণ ক্ষমতা আরও বৃদ্ধি পায়।
এই প্রতিবেদনে যে ছবিটি শেয়ার করা হয়েছে, সেই ছবিটি দেখলে বোঝা যায় যে, এই ফটোতে একটি এলোমেলো রুমের ছবি রয়েছে। বিভিন্ন জিনিস প্যাক করার অবস্থায় থাকতে দেখে বোঝা যায় যে, সেই রুমের বাসিন্দা হয়তো অন্য কোথাও যাচ্ছেন। এই ফটোয় থাকা রুমের মধ্যেই একটি বিড়াল লুকিয়ে রয়েছে। উত্তরদাতাকে এই বিড়ালকেই খুঁজে বের করতে হবে। বিড়াল খোঁজার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাত্র ৮ সেকেন্ডের মধ্যে বিড়ালটিকে খুঁজে বের করতে হবে। আপনার সময় এবার শুরু হল।
এই ধাঁধা বেশ সহজ। এই ধাঁধার সাহায্যে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন আপনি। আপনি কি তাহলে বিড়ালটিকে খুঁজে পেলেন? জলদি করুন, সময় পেরিয়ে যাচ্ছে। যেখানে ভাবতেও পারবেন না, সেখানেও খুঁজুন। এমনটা করলে আপনি নিশ্চয়ই বিড়ালটিকে খুঁজে পাবেন। ৩….২….১…ব্যাস! সময় শেষ। খুঁজে পেলেন? না পেলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।