রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: পদ্মের মধ্যে লুকিয়ে আছে একটি ব্যাঙ, 5 সেকেন্ডে খুঁজে পেলে আমরা মানব আপনি জিনিয়াস

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন খেলার ভিত্তিই হল চোখের বিভ্রান্তি। এই খেলার সঙ্গে জড়িত প্রধান মানব অঙ্গ হল চোখ। খেলাটিতে মস্তিষ্কের কারসাজি থাকলেও উত্তর খুঁজতে জয় চোখকেই। চোখই প্রথমে বিভ্রান্ত হয়,…

Advertisements

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন খেলার ভিত্তিই হল চোখের বিভ্রান্তি। এই খেলার সঙ্গে জড়িত প্রধান মানব অঙ্গ হল চোখ। খেলাটিতে মস্তিষ্কের কারসাজি থাকলেও উত্তর খুঁজতে জয় চোখকেই। চোখই প্রথমে বিভ্রান্ত হয়, তারপরে এই ধাঁধায় শুরু হয় মস্তিষ্কের খেলা। সবশেষে চোখ ও মস্তিষ্কের সম্মিলিত অভিযানে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করা সম্ভব হয়।

অপটিক্যাল ইলিউশনে হিসাব করতে হয় না। হিসাব করা কাজ ম্যাচস্টিক পাজলের অন্তর্গত। এই খেলায় লুকিয়ে থাকা বস্তু বা দুই ফটোর মধ্যে তফাৎ খুঁজতে হয়। অপটিক্যাল ইলিউশন সমাধানে অংশগ্রহণকারী ব্যক্তি ফটোর মধ্যে লুকিয়ে থাকা জিনিস খুঁজে নিতে পারলেই খেলা শেষ হয়ে যায়। লুকানো বস্তু খুঁজে থাকার অপটিক্যাল ইলিউশন ‘হিডেন পাজল’ (Hidden Puzzle) নামে পরিচিত। আজকের প্রতিবেদনে এমনই এক অপটিক্যাল ইলিউশন দেওয়া হল। দেখুন তো আপনি খুঁজে পান কিনা।

Advertisements

Optical Illusion

আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনে দেওয়া হয়েছে পদ্মফুলে ভরা একটি ফটো। এই ফটোতে কোনো এক জলাশয়ের মধ্যে থাকা বড়ো বড়ো পাতা সমন্বিত গোলাপি রঙের পদ্মফুল দেখা গিয়েছে। এই একাধিক পদ্মফুলের মাঝেই লুকিয়ে আছে একটি সবুজ ব্যাঙ। একঝলকে না দেখতে পাওয়া গেলেও, খুঁটিয়ে দেখলে ঠিকই খুঁজতে পারা যাবে। আপনাকে গোলাপি পদ্মফুলের মাঝে সবুজ ব্যাঙটিকে ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। আপনার সময় শুরু হল এখন।





৫…..ব্যাস এখানেই থামুন। সময় শেষ!

শেষ পর্যন্ত সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি-

Optical Illusion

এই অপটিক্যাল ইলিউশনে ফটোর উপরের দিকে ডানদিকে তিনটে গোলাপি ফুলের মাঝে লুকিয়ে আছে ব্যাঙটি। প্রতিবেদনে আপনার জন্য সমাধান পেশ করা হয়েছে, ইচ্ছে হলে দেখতে পারেন। সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন Optical Illusion।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements