রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: পাথরের মাঝে লুকিয়ে আছে ‘হরিণ’, ৭ সেকেন্ডে খুঁজে পেলে আমরা মানব আপনি লেজেন্ড

Optical Illusion: ইন্টারনেটের জগতে পা দিলেই নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) দেখতে পাওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের নানান বিভাগ রয়েছে। কোনো অপটিক্যাল ইলিউশন দিয়ে পার্সোনালিটি টেস্ট (Personality Test) করা যায়,…

Advertisements

Optical Illusion: ইন্টারনেটের জগতে পা দিলেই নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) দেখতে পাওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের নানান বিভাগ রয়েছে। কোনো অপটিক্যাল ইলিউশন দিয়ে পার্সোনালিটি টেস্ট (Personality Test) করা যায়, আবার কোনো অপটিক্যাল ইলিউশন দিয়ে দৃষ্টিশক্তি যাচাই করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল দিতে পারলে বা চোখ যা দেখতে পাওয়া যাচ্ছে তা সঠিকভাবে বলতে পারলেই উত্তরদাতা ব্যক্তি অপটিক্যাল ইলিউশনে জয়ী হন।

অপটিক্যাল ইকিউশন আসলে কী? অপটিক্যাল ইলিউশনের কাজই হল দৃষ্টিভ্রম তৈরি করা। এই অপটিক্যাল ইলিউশনের খেলায় চোখ বিভ্রান্তির শিকার হয়। যার ফলে উপলব্ধ ও বাস্তব ছবির মধ্যে পার্থক্য চলে আসে। আমাদের চোখ সাধারণত সার্বিকভাবে কোনো বস্তু পর্যবেক্ষণ করে থাকে। বেশীরভাগ ক্ষেত্রেই সবকিছু খুঁটিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভূত হয় না। আর এই পরিস্থিতিরই সুযোগ নেই মস্তিষ্ক। অসম্পূর্ণ দৃষ্টিলব্ধ পরিবেশকে নিজের মতো করে সাজিয়ে তথ্য থাকা শূন্যস্থান পূরণ করে দেয় মানবমস্তিষ্ক। ফলস্বরূপ, অপটিক্যাল ইলিউশন খুঁটিয়ে না দেখলে অনেক সময়েই চোখের সামনে থাকার পরেও উত্তর খুঁজে পাওয়া যায় না।

Advertisements

Optical Illusion

আপনি অপটিক্যাল ইলিউশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পছন্দ করেন, এর অর্থ আপনার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করতে নিশ্চয়ই ভালো লাগে। অপটিক্যাল ইলিউশন কিন্তু আবার সবাই সমাধান করতে পারে না। গুটিকয়েক মানুষই এটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করার ক্ষমতা রাখেন। আপনি পারেন কি? চলুন সেটাই পরীক্ষা করে দেখে নেওয়া যাক।

Solve Optical Illusion:

আজকের প্রতিবেদনে থাকা অপটিক্যাল ইলিউশনের দিকে তাকালে একটি পাথুরে এলাকার ফটো দেখতে পাওয়া যায়। এই ফটোর দিকে একঝলক তাকালে মনে হবে এতে শুধুমাত্র পাথরই আছে ও এক দুটো পাতাহীন গাছ আছে। আপনি জানিয়ে রাখি এতে একটি হরিণও আছে। আপনাকে এই ফটোতেই সেই হরিণটিকেই খুঁজতে হবে। এটি খোঁজার জন্য আপনাকে মাত্র ৭ সেকেন্ড দেওয়া হয়েছে।

আপনার সময় শুরু হল এখন-







৭…খুঁজে পেলেন না? আচ্ছা, কোনো ব্যাপার না। শুধুমাত্র আপনার জন্য খোঁজার আরও একটা সুযোগ দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক খুঁজে পেয়ে গেছেন।







৭…এবার, থেমে যান। কারণ ৭ সেকেন্ড দ্বিতীয়বারের মতোও পেরিয়ে গেছে। লুকিয়ে থাকা সংখ্যাটিকে খোঁজার জন্য আপনার হাতে আর সময় নেই, শেষ হয়ে গেছে।

How to solve Optical Illusion?

Optical Illusion

খুঁজে না পেলে চিন্তা করবেন না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, ফটোর একদম উপরের দিকে মাঝ বরাবর হরিণটি লুকিয়ে আছে। আপনি সমাধান করতে পারলে খুবই ভালো কথা। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Optical Illusion।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements