Optical Illusion: দৃষ্টিলব্ধ ফলাফলে ভ্রমের সৃষ্টি হলে তখনই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে দৃষ্টিলব্ধ ফলাফল বাস্তবের থেকে আলাদা হয়। সহজ ভাষায় বললে, যখন কোনো কিছু দেখার পরে মস্তিষ্ক বিভ্রান্ত (Optical Illusion Brain Challange) হয়ে যায় তখনই অপটিক্যাল ইলিউশনের সৃষ্টি হয়। রং, প্যাটার্ন ও আলোর কারসাজিতে সাধারণ মানুষ অপটিক্যাল ইলিউশন উপলব্ধ করে থাকে। অনেকেই অপটিক্যাল ইলিউশনকে তিন ভাগে ভাগ করেন। এটি হল ফিজিক্যাল ইলিউশন (Physical Illusion), ফিজিয়োলজিক্যাল ইলিউশন (Physiological Illusions) ও কগনিটিভ ইলিউশন (Cognitive Illusion)।
Solve Optical Illusion
আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনটিতে (Optical Illusion) একটি কফি বিনের (Coffee Bean) ছবি দেখতে পাওয়া যায়। এই ছবিতে একটি নয়, একাধিক কফি বিন থাকতে দেখা যায়। এই কফি বিনের মধ্যেই লুকিয়ে আছে, এক সেলিব্রিটির মুখ। না সহজে খুঁজে পাবেন না। কফি বিনসের মধ্যে সেলিব্রিটির মুখ খুঁজতে গেলে, আপনাকে একটু মেহেনত করতে হবে এই কাজের জন্য আপনার সময় বেঁধে দেওয়া হল। কফি বিনসের মাঝে সেলিব্রিটির মুখ খুঁজে বের করার জন্য আপনাকে ৯ সেকেন্ড সময় দেওয়া হল।
আপনার সময় শুরু হল এখন-
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯…খুঁজে পেলেন না? আচ্ছা, কোনো ব্যাপার না। শুধুমাত্র আপনার জন্য খোঁজার আরও একটা সুযোগ দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক খুঁজে পেয়ে গেছেন।
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯…এবার, থেমে যান। কারণ ৮ সেকেন্ড দ্বিতীয়বারের মতোও পেরিয়ে গেছে। লুকিয়ে থাকা সেলিব্রিটির মুখটিকে খোঁজার জন্য আপনার হাতে আর সময় নেই, শেষ হয়ে গেছে।
How to solve Optical Illusion?
খুঁজে না পেলে চিন্তা করবেন না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ফটোটির মাঝামাঝি এলাকায় কফি বিনসের (Coffee Beans) মাঝে ‘মিস্টার বিন’ (Mr. Bean) -এর ছবি রয়েছে। আপনি সমাধান করতে পারলে খুবই ভালো কথা। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Optical Illusion।