রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Chess Puzzle: ১টি গুটি সরালেই বন্দি হবে রাজা, 9 সেকেন্ডে সঠিক গুটি খুঁজে পেলে আপনি লেজেন্ড

Chess Puzzle: নেটজগতে চোখ রাখলেই নানান রকমের পাজল (Puzzle) দেখতে পাওয়া যায়। পাজল সমাধান মানেই মস্তিস্ককে পরিশ্রম করতে বাধ্য করা। নিয়মিতরূপে পাজল সমাধান করলে বুদ্ধিমত্তা বাড়ে। কিছু পাজল আছে, যেগুলো…

Advertisements

Chess Puzzle: নেটজগতে চোখ রাখলেই নানান রকমের পাজল (Puzzle) দেখতে পাওয়া যায়। পাজল সমাধান মানেই মস্তিস্ককে পরিশ্রম করতে বাধ্য করা। নিয়মিতরূপে পাজল সমাধান করলে বুদ্ধিমত্তা বাড়ে। কিছু পাজল আছে, যেগুলো আবার কৌশলগত ক্ষমতা (Tactical Skill) বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি যদি নিজের কৌশলগত ক্ষমতা বৃদ্ধি করতে চান, তাহলে ‘চেজ় পাজল’ ( Solve Chess Puzzle) সমাধান করে দেখতে পারেন।

চেজ় পাজল (Chess Puzzle) অনেকেরই প্রিয়। এই পাজলের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের কৌশলগত দক্ষতা যাচাই করার সুযোগ পান। কোনো চেজ় পাজল (Chess Puzzle) সহজ হয়, আবার কোনোটা কঠিন প্রকৃতির। কোনোটা আবার সহজ হলেও সেটার সমাধান নির্ভর করে অংশগ্রহণকারীদের বুদ্ধিমত্তা ও সমস্যা সমাধানের ক্ষমতার উপরে।

Advertisements

Chess Puzzle

Solve Chess Puzzle

আজকের প্রতিবেদনে একটি চেজ় পাজল (Chess Puzzle) দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাকে রাজাকে বন্দি করতে হবে। আর এর জন্য আপনাকে সঠিক গুটি খুঁজতে হবে। সঠিক গুটি খোঁজার জন্য আপনাকে ৯ সেকেন্ড দেওয়া হল।
আপনার সময় শুরু হল এখন-









৯…খুঁজে পেলেন না? আচ্ছা, কোনো ব্যাপার না। শুধুমাত্র আপনার জন্য খোঁজার আরও একটা সুযোগ দেওয়া হল। এইবার চেষ্টা করে দেখুন, দেখবেন ঠিক খুঁজে পেয়ে গেছেন।








৯…এবার, থেমে যান। কারণ ৯ সেকেন্ড দ্বিতীয়বারের মতোও পেরিয়ে গেছে। সঠিক গুটিকে খোঁজার জন্য আপনার হাতে আর সময় নেই, শেষ হয়ে গেছে।

Chess Puzzle

কী? খুঁজে পেলেন? না পারলে চিন্তার কোনো ব্যাপার নেই। কারণ, আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি-

How to solve Chess Puzzle?

১. প্রত্যেকটার অবস্থানে একবার নজর দিতে হবে।
২. সম্ভাব্য বস্তু ঠিক করতে হবে।
৩. বিপক্ষের সর্বশেষ পদক্ষেপ বিশ্লেষণ করতে হবে।
৪. সম্ভাব্য টার্গেট ঠিক করতে হবে।
৫. আক্রমণের সম্ভাবনা বিশ্লেষণ করতে হবে।
৬. নিজের তরফে উপযুক্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৭. সমাধানের সঙ্গে নিজের উত্তরের তুলনা করতে হবে।
৮. পাজল সমাধান খুঁটিয়ে বুঝতে হবে।

Chess Puzzle

আজকের এই প্রতিবেদনে আপনার জন্য সমাধানও দিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে হলে সেটা দেখে নিতে পারেন। এক্ষেত্রে গুঁটির নাম হল ‘মন্ত্রী’। আশা করি, এবার ‘রাজা’কে বন্দি করতে পারবেন। সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনার জন্য নিয়ে আসব নতুন Chess Puzzle।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements