Matchstick Puzzle: ব্রেন টিজার মানেই মস্তিষ্ককে কসরত করানোর খেলা। এই খেলায় মস্তিষ্কের ক্ষতি হয় না, উপরন্তু উপকৃত হয় মানবদেহ। নিয়মিতভাবে খেললে মস্তিষ্ক ও মনের ক্ষমতা বৃদ্ধি হয়। এই খেলায় নিয়মিতরূপে অংশগ্রহণের মাধ্যমে মস্তিষ্কের বুদ্ধিমত্তার ধাপ নতুন ধাপে উন্নীত হয়। ব্রেন টিজারের কাজ শুধুমাত্র মানুষের অবসর সময় ভালোভাবে অতিবাহিত করতে সাহায্য করায় সীমাবদ্ধ নয়। এর কাজ বিস্তৃত লাভ করেছে মানব মস্তিষ্কের উপকার করার দিকেও।
ব্রেন টিজারের এক দুর্দান্ত সংস্করণ হচ্ছে ম্যাচস্টিক পাজল। এই প্রকৃতির পাজল সমাধান করতে বসলে প্রথমদিকে খুবই কঠিন ও জটিল বলে মনে হতে পারে। কিন্তু এই খেলা থেকে না পালিয়ে যত বেশি সমাধান করার চেষ্টা করা হবে ততই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাচস্টিক পাজল সমাধান আরও সহজ বলে মনে হবে। আর এখানেই বোঝা যাবে ম্যাচস্টিক পাজল সমাধানের উপকারিতা। আর এইজন্যই, শেষ পর্যন্ত সমাধান করতে না পারলেও, সমাধান করার চেষ্টা করা যেতেই পারে। হয়তো হতে পারে, আপনি চট করে সমাধান করে দিলেন। তাহলে একবার চেষ্টা করেই দেখা যাক।
আজকের প্রতিবেদনে একটি ম্যাচস্টিক পাজল দেওয়া হয়েছে। এই পাজলে দেখতে পাওয়া যায় একটি বেগুনী রঙের ফটো। এই ফটোর উপরে ম্যাচস্টিক ব্যবহার করে লেখা ‘6 × 3 = 5’। এই সমীকরণটি কিন্তু গাণিতিকভাবে ভুল। আপনার কাজ হবে সমীকরণটিকে পর্যবেক্ষণ করে ২ টো কাঠি সরিয়ে সেটিকে গাণিতিকভাবে নির্ভুল করা। একটু ভালোভাবে তাকিয়ে দেখলেই এটি সমাধান করা সম্ভব। যদি সমাধান করতে পারেন, তাহলে তো খুবই ভালো কথা। না পারলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।