Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কী? অপটিক্যাল ইলিউশন হল বিকৃত দৃষ্টিলব্ধ ফলাফল। এর অর্থ হল, বাস্তবে আমরা যা দেখি, চোখ যখন সেই প্রকৃত দৃশ্যের বদলে মনগড়ন তথ্য বোঝে তখন দৃষ্টিভ্রমের সৃষ্টি হয়। মস্তিস্ক অনেক সময়েই অসম্পূর্ণ তথ্য নিয়ে কাল্পনিক দৃশ্য উপলব্ধ করে ও সেটাকে সত্যি মনে করে। ঠিক এই পরিস্থিতিতেই অপটিক্যাল ইলিউশনের সৃষ্টি হয়।
অপটিক্যাল ইলিউশন সমাধান নিয়মিতরূপে অভ্যাস করলে আমাদের মনোযোগ বাড়ে। কারণ এই ধাঁধা সমাধানের জন্য উত্তরদাতার মনোযোগী হওয়া খুবই প্রয়োজন। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকলেও অনেক সময় অপটিক্যাল ইলিউশন সমাধান করা সম্ভব হয় না, যদি উত্তরদাতার ধৈর্যশক্তি ভালো না থাকে। আজকের এই প্রতিবেদনে একটি অপটিক্যাল ইলিউশন পেশ করা হয়েছে। দেখুন তো পরীক্ষা করে, আপনি মনোযোগী কিনা।
আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনটিতে একটি হালকা সবুজ রঙের ফটো দেখতে পাওয়া যায়। এই ফটোর দিকে তাকালে বোঝা যাবে এই অপটিক্যাল ইলিউশনে একাধিক একই রকমের সংখ্যার ভিড়ে একটি ইউনিক সংখ্যা খুঁজতে বলা হয়েছে। এই ফটোতে পুরো পেজজুড়ে লেখা আছে ‘467’ নম্বর। এই ‘467’-এর ভিড়েই চুপটি করে লুকিয়ে আছে ‘462’ নম্বর। আপনার কাজ হবে এই নম্বরটিকেই খুঁজে বের করা। এর জন্য আপনাকে ৮ সেকেন্ড সময় দেওয়া হল।
আপনার সময় শুরু হল এখন-
১
২
৩
৪
৫
৬
৭
৮…ব্যাস! এখানেই থেমে যেতে হবে। কারণ ৮ সেকেন্ড পেরিয়ে গেছে।
খুঁজে পেলেন? না পেলেও চিন্তা করবেন না। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান পেশ করা হল। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ফটোটির ১৫ স্তম্ভের ষষ্ঠ স্থানে রয়েছে ‘462’ নম্বরটি।