Cardamom Totka: এলাচ রান্না ঘরে ব্যবহৃত এক গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদানের উপস্থিতিতে রান্নার স্বাদ দ্বিগুন বেড়ে যায়। অনেকেই জানেন না এই এলাচ ব্যবহার করে মনের ইচ্ছাও পূরণ করা যায়। আজকের এই প্রতিবেদনে জ্যোতিষশাস্ত্রের এমনই কিছু টোটকা তুলে ধরা হল। এগুলো পালন করলে কার্যকরী ফল পাওয়া যেতে পারে।
(Cardamom Totka) এলাচের সহজ টোটকা
১. আর্থিক সংকট দূর করে: মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে নিতে হবে এলাচের সাহায্য। মোটামুটি ৫ থেকে ৭টা এলাচ নিয়ে প্রত্যেক শুক্রবারে মা লক্ষ্মীর পায়ে অর্পণ করুন। এরপরে সেই এলাচ তুলে নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিন। এমনটা করলে মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং আপনার জীবন থেকে আর্থিক সংকট বিদায় নেবে।
২. নেতিবাচক শক্তি দূর করে দেয়: অনেক সময়ই মন থেকে নেতিবাচক ভাবনাচিন্তা দূর হতে চায় না। এর ফলে রাতে দুঃস্বপ্ন দেখা দেয়। এই অবস্থায় ঘুমানোর আগে প্রত্যেক শনিবারে বালিশের নিচে কিছু এলাচ রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে সেই এলাচ অভাবী কোনো মানুষকে দান করে দিতে হবে। এমনটা করলেই জীবন থেকে নেতিবাচকতা দূর হবে।
৩. গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করতে: কোনো গুরুত্বপূর্ণ কাজে বা চাকরির ইন্টারভিউয়ে সাফল্য পেতে চাইলে মুখে এলাচ নিয়ে কাজের জন্য বেরোতে হবে। কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।
৪. শত্রুকে বন্ধুতে পরিণত করতে: কোনো শত্রুকে বন্ধুতে পরিণত করতে চাইলে এলাচ ব্যবহার করতে পারেন। এতে ভালো ফল পাবেন। এর জন্য আপনাকে এলাচ নিয়ে তাঁকে দিতে হবে। এরপরেই কাজ হয়ে যাবে।
৫. সুন্দরী স্ত্রী লাভ করতে: হাতে ৫টি এলাচ নিতে হবে। এরপরে এটির সঙ্গে একটি হলুদ কাপড় নিয়ে তা কোনো অভাবী ব্যক্তিকে দান করতে হবে। কমপক্ষে পরপর ৫টা বৃহস্পতিবার এই কাজটি করতে হবে। এমনটা করলে সুন্দরী বউ পাওয়া যাবে।