রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: স্বপ্নে বিড়াল দেখা শুভ না অশুভ ইঙ্গিত?

Vastu Tips: সাধারণত আমরা গাছ বা অন্যান্য জিনিস কেন্দ্রীক বাস্তুশাস্ত্রের পরামর্শ শুনে থাকি। তবে অনেকেই জানেন না যে, বাস্তুশাস্ত্রে পোষ্যদের নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে। এমনকি বিড়ালের নিয়েও…

Advertisements

Vastu Tips: সাধারণত আমরা গাছ বা অন্যান্য জিনিস কেন্দ্রীক বাস্তুশাস্ত্রের পরামর্শ শুনে থাকি। তবে অনেকেই জানেন না যে, বাস্তুশাস্ত্রে পোষ্যদের নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে। এমনকি বিড়ালের নিয়েও লেখা রয়েছে শাস্ত্রে। বাস্তব হোক বা স্বপ্ন, বিড়াল দেখলে সেই ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতের সম্ভাবনার উল্লেখ পাওয়া গেছে শাস্ত্রে। এই বিষয়েই নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Vastu Tips: স্বপ্নে বিড়াল দেখা শুভ না অশুভ ইঙ্গিত? - Youth Bengal

Advertisements

ভোরে বিড়াল দেখতে পেলে: অনেকেই ভোরের বেলা ঘুম থেকে ওঠেন। ঠিক ভোরের বেলা ঘুম থেকে উঠেই যদি বিড়াল দেখতে পাওয়া যায়, তাহলে তা কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার বা বাড়িতে অতিথির আগমন ঘটার ইঙ্গিত দেয়। এই ব্যক্তি যদি কোনো পড়ুয়া হন, তাহলে এই ঘটনা তাঁর জীবনে সাফল্য আসার ইঙ্গিত দিয়ে থাকে।

Vastu Tips: স্বপ্নে বিড়াল দেখা শুভ না অশুভ ইঙ্গিত? - Youth Bengal

বিড়াল দেখতে পেলে: স্বপ্নে বিড়াল দেখার ঘটনাকে বাস্তুশাস্ত্রে অশুভ বলে চিহ্নিত করা হয়েছে। এটি ভবিষ্যতের বিপদের ইঙ্গিত বহন করে। খরচ বৃদ্ধি পেতে পারে বা আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়াও, বাড়ির সদস্যদের স্বাস্থ্য খারাপ হওয়ার কথারও উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। এক্ষেত্রে যিনি স্বপ্ন দেখছেন তাঁরও স্বাস্থ্য প্রভাবিত হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

Vastu Tips: স্বপ্নে বিড়াল দেখা শুভ না অশুভ ইঙ্গিত? - Youth Bengal

কালো বিড়াল দেখতে পেলে: স্বপ্নে যদি কালো বিড়াল দেখে থাকেন, সেটি আপনার জন্য খুবই ভালো। কারণ, বাস্তুশাস্ত্রে কালো বিড়ালের স্বপ্নের সঙ্গে অর্থপ্রাপ্তির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এই কালো বিড়ালই যদি স্বপ্নে আক্রমণ করে, তাহলে সেই ঘটনাকে অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Vastu Tips: স্বপ্নে বিড়াল দেখা শুভ না অশুভ ইঙ্গিত? - Youth Bengal

সাদা বিড়াল দেখতে পেলে: সাদা বিড়াল দেখা ভালো। বাস্তুশাস্ত্রে এটিকে শুভ ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। বাস্তুমতে, সাদা বিড়াল শুভ বার্তা বয়ে আনে। সাদা বিড়াল এলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয়। স্বপ্নে সাদা বিড়াল দেখলে তা খারাপ সময় শেষ হওয়ার ইঙ্গিত দেয়।

[Disclaimer: বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদনটি রচিত। ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements