রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Ceiling Fan New Rule 2023: সিলিং ফ্যানের নিয়মে বড় বদল আনল মোদী সরকার! না মানলে মোটা টাকা জরিমানা

Ceiling Fan New Rule 2023: সিলিং ফ্যান ভারতের প্রায় প্রত্যেক বাড়িতেই আছে। দরিদ্র, মধ্যবিত্ত বা ধনী প্রায় সবার বাড়িতেই সিলিং ফ্যান থাকতে দেখা যায়। এই সিলিং ফ্যানকে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের…

Advertisements

Ceiling Fan New Rule 2023: সিলিং ফ্যান ভারতের প্রায় প্রত্যেক বাড়িতেই আছে। দরিদ্র, মধ্যবিত্ত বা ধনী প্রায় সবার বাড়িতেই সিলিং ফ্যান থাকতে দেখা যায়। এই সিলিং ফ্যানকে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের তরফে লাগু হল নয়া নিয়ম (Ceiling Fan New Rule 2023)। সিলিং ফ্যানের এই নিয়ম ঘোষণা করা হয়েছে ৯ই আগস্ট ২০২৩ সাল তারিখে। একটি বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে শিল্প ও বাণিজ্যের প্রচার মন্ত্রক এই নিয়ম প্রকাশ্যে আনে। জানানো হয়েছে এই নিয়ম মেনে চলতে হবে দেশের প্রত্যেকটা নাগরিককেই। প্রস্তুতকারক, বিক্রেতা ও গ্রাহক সবাই এই নিয়ম মানতে বাধ্য হবে।

Ceiling Fan New Rule 2023

(Ceiling Fan New Rule 2023) ভারতে সিলিং ফ্যানের নতুন নিয়ম

১. বজায় রাখতে হবে বিআইসি মান: সিলিং ফ্ল্যানের গুণগত মান আরও ভালো করার জন্য কেন্দ্রীয় সরকারের একটি মান চিহ্নিত করে দিয়েছে। সেই মানদণ্ডের উপরে ভিত্তি করেই দেশে সিলিং ফ্যান বিক্রি করতে হবে।
২. বিআইসি চিহ্নের সিলিং ফ্যানই বিক্রি করা যাবে: সিলিং ফ্যান সংস্থাগুলোকে বিআইসি মান মেনে চলতে হবে। এই চিহ্ন না থাকলে দেশে সেই সিলিং ফ্যান বিক্রি করতে দেওয়া হবে না।

Advertisements

(Ceiling Fan New Rule 2023) সিলিং ফ্যানের নতুন নিয়ম লাগু করার উদ্দেশ্য

এই নতুন নিয়মের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিম্নমানের পণ্য আমদানি হতে না দেওয়া। এছাড়াও, গ্রাহকরা যাতে ভালো পরিষেবা পান, সেইজন্যেও এই নিয়ম চালু করা হয়েছে।

Ceiling Fan New Rule 2023

 

(Ceiling Fan New Rule 2023) কোনো সংস্থা বিআইসি চিহ্ন না রাখলে কী হবে?

১. কেন্দ্রীয় সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে: কোনো সংস্থা বা দোকানদার যদি নিজের সিলিং ফ্যানে বিআইসি চিহ্ন না রাখে, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার।
২. জেলের সাজা হতে পারে: প্রথমবার ধরা পড়লে সংশ্লিষ্ট সংস্থা বা দোকানদারকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বা ২ বছরের জন্য জেলবন্দি হতে হবে।
৩. জরিমানা সহ বিশাল অঙ্কের টাকা দিতে হতে পারে: দ্বিতীয়বারও একই অপরাধে ধরা পড়লে উক্ত সংস্থা বা দোকানদারকে জরিমানা হিসাবে ৫ লক্ষ টাকা তো দিতেই হবে। উপরন্তু, সিলিং ফ্যানের প্রকৃত মূল্যের ১০ গুণ টাকাও দিতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements