রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Central Government Scheme: প্রতিদিন মাত্র ৭ টাকা জমালেই পেনশন হিসেবে মিলবে 5000 টাকা, কেন্দ্রের বাম্পার স্কিম

Central Government Scheme: আয় খুব একটা বেশি নয়, কিন্তু অবসরের পরে পেনশন পেতে চাইছেন? উত্তর 'হ্যাঁ' হলে আবেদন করতে পারেন কেন্দ্রীয় সরকারের এক স্কিমে। এই স্কিমে বিনিয়োগ করলে মেয়াদ পূর্তির…

Advertisements

Central Government Scheme: আয় খুব একটা বেশি নয়, কিন্তু অবসরের পরে পেনশন পেতে চাইছেন? উত্তর ‘হ্যাঁ’ হলে আবেদন করতে পারেন কেন্দ্রীয় সরকারের এক স্কিমে। এই স্কিমে বিনিয়োগ করলে মেয়াদ পূর্তির পরে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা মিলবে। কী সেই প্রকল্পের নাম? জানতে হলে পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদন।

Central Government Scheme

Advertisements

প্রকল্পের নাম কী? (Central Government Scheme)

প্রকল্পটির নাম হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। এই পেনশন যোজনার দৌলতে ফ্রিল্যান্সার, ছোট ব্যবসায়ী, শিল্পী সহ অন্যান্য মানুষেরা অবসর নেওয়ার পরে টাকা উপার্জন করার বিকল্প আয়ের পথ খুঁজে পেয়েছেন।

কত টাকা মিলবে অটল পেনশন যোজনায়?(What is the maximum pension amount in APY?)

১. বিনিয়োগকারীর বয়স ৬০ বছর পেরিয়ে গেলেই প্রতি মাসে ৫০০০ টাকা পাওয়া যেতে পারে। এর অর্থ বাড়িতে বসে প্রত্যেক বছরে সর্বোচ্চ ৬০,০০০ টাকা করে মিলতে পারে।
২. মোদী সরকারের এই যোজনা বহু বৃদ্ধ-বৃদ্ধাদের অবসরকালে নির্দিষ্ট উপার্জন সুনিশ্চিত করবে।

অটল পেনশন যোজনায় বিনিয়োগ করার নিয়ম ২০২৩ (Investment Plan for Atal Pension Yojana 2023)

১. পেনশন হিসাবে ৫০০০ টাকা পেতে চাইলে আবেদনকারী ব্যক্তির বয়স যদি ১৮ বছর হয়, তাহলে তাঁকে প্রত্যেক মাসে ২১০ টাকা জমা করতে হবে।
২. পেনশন হিসাবে ১০০০ টাকা চাইলে আবেদনকারী ব্যক্তির বয়স ১৮ বছর হলে তাঁকে প্রত্যেক মাসে ৪২ টাকা করে জমা করতে হবে।

Central Government Scheme 2023

অটল পেনশন যোজনায় আবেদনের যোগ্যতা ২০২৩ (Eligibility for Atal Pension Yojana 2023)

১. আবেদনকারীর বয়স ১৮-৪০ বছর বয়সসীমার মধ্যে থাকতে হবে।
২. আবেদনকারীর বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
৩. আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বরও থাকতে হবে।

অটল পেনশন যোজনার সুবিধা (Advantages of Atal Pension Yojana)

১. মেয়াদ পূর্তির আগেই কোনোভাবে হঠাৎই উপভোক্তা মারা গেলে নমিনি হিসাবে থাকা তাঁর স্ত্রী বা স্বামী সেই টাকা পেতে থাকবেন।
২. বিবাহিত দম্পতি উভয়ই মারা গেলে নমিনি পুরো টাকা একবারে পেয়ে যাবেন।
৩. প্রত্যেক মাসে পাওয়া পেনশনের পরিমাণ সর্বনিম্ন ১০০০ টাকা ও সর্বাধিক ৫০০০ টাকা হতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements