রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Chandrayaan 3 Maha Quiz: ১ লক্ষ টাকা দিচ্ছে ISRO! কীভাবে পাবেন? রইল বিস্তারিত

Chandrayaan 3 Maha Quiz: ভারতের মহাকাশ গবেষণা সম্পর্কে কৌতূহল স্পৃহাকে বৃদ্ধি করতে ও ভারতবাসীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Institute) তরফে আয়োজন করা হল…

Advertisements

Chandrayaan 3 Maha Quiz: ভারতের মহাকাশ গবেষণা সম্পর্কে কৌতূহল স্পৃহাকে বৃদ্ধি করতে ও ভারতবাসীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Institute) তরফে আয়োজন করা হল কুইজের। এই কুইজটির নাম ‘চন্দ্রযান ৩ মহাকুইজ’ (Chandrayaan 3 Maha Quiz) রাখা হয়েছে। এই কুইজে জিতলে বিজেতারা পাবেন আকর্ষণীয় পুরস্কার।

Chandrayaan 3 Maha Quiz

চন্দ্রযান ৩-এর মহাকুইজ ২০২৩(Chandrayaan 3 Maha Quiz 2023)

চলতি মাসে ২৫শে সেপ্টেম্বর তারিখে একটি পোস্ট করা হয় ইসরোর এক্স অ্যাকাউন্ট (পূর্বে টুইটার) থেকে। ভিডিওতে ইসরোর প্রধান এস সোমনাথের ভিডিও বার্তা সহ লেখা থাকে বিশেষ ক্যাপশনে। ক্যাপশনে লেখা থাকে, “ভারত এবার চাঁদে! ইসরোর প্রধানের তরফে সমগ্র ভারতবাসীর প্রতি একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। MyGov-এ বিশেষভাবে আয়োজিত #Chndrayaan3MahaQuiz -এ অংশগ্রহণ করার মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে ঐতিহাসিক অবতরণ উদযাপন করুন”। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘MyGov’ ওয়েবসাইটের লিঙ্ক।

Advertisements

Chandrayaan 3 Maha Quiz

ভিডিওটিতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, “ভারত চাঁদে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন যে, MyGov প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে স্পেস কুইজ প্রোগ্রামে (Space Quiz Program) অংশগ্রহণ করতে পারবেন। আপনাদেরকে যেতে হবে www.mygov.in/chandrayaan3 ওয়েবসাইটে। লগ ইন করে নিয়ে সেখানে স্পেস কুইজে ক্লিক করে এই উদ্যোগের অংশ হন, আমাদের পাশে দাঁড়ান ও আমাদেরকে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ”।

চন্দ্রযান ৩-এর মহাকুইজের পুরস্কার (Chandrayaan 3 Maha Quiz Prize)

১. প্রথম স্থানের অধিকারী ব্যক্তি ১ লক্ষ টাকা পুরস্কারস্বরূপ পাবেন।
২. দ্বিতীয় স্থানাধীকারী ব্যক্তি পাবেন ৭৫ হাজার টাকা।
৩. যে ব্যক্তি তৃতীয় স্থান অধিকার করবেন, তিনি পুরস্কার হিসেবে পাবেন ৫০ হাজার টাকা।

Chandrayaan 3 Maha Quiz

কেমন হবে চন্দ্রযান ৩ মহাকুইজ? (QA type of Chandrayaan 3 Maha Quiz Session)

১. মোট ১০টি MCQ জিজ্ঞাসা করা হবে।
২. কুইজে সময় দেওয়া হবে মাত্র ৫ মিনিট অর্থাৎ ৩০০ সেকেন্ড।

চন্দ্রযান ৩-এর মহাকুইজে অংশগ্রহণ করার প্রক্রিয়া (How to participate in Chandrayaan 3 Maha Quiz)

১. প্রথমে যেতে হবে https://isroquiz.mygov.in/ ওয়েবসাইটে।
২. উক্ত ওয়েবসাইটে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট বানাতে হবে।
৩. বিশেষ অ্যাকাউন্ট বানানো হয়ে গেলেই মহাকুইজে অংশগ্রহণ করতে পারা যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements