রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Chandrayaan 3 Mission: পূরণ হয়নি চন্দ্রযান ৩-এর প্রধান লক্ষ্য! বাকি রয়ে যাওয়া মিশন নিয়ে মুখ খুলল ইসরো

Chandrayaan 3 Mission: চাঁদের বুকে সফলভাবে অবতরণ করার মাধ্যমে ইতিহাস রচনা করল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। আগস্টের ২৩ তারিখে চাঁদের মাটি স্পর্শ করে এই মহাকাশযানের ল্যান্ডার। চাঁদে ঠিক যে স্থানে বিক্রম…

Advertisements

Chandrayaan 3 Mission: চাঁদের বুকে সফলভাবে অবতরণ করার মাধ্যমে ইতিহাস রচনা করল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। আগস্টের ২৩ তারিখে চাঁদের মাটি স্পর্শ করে এই মহাকাশযানের ল্যান্ডার। চাঁদে ঠিক যে স্থানে বিক্রম ল্যান্ডার প্রথমবার অবতরণ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটির নামও দিয়ে দিয়েছেন। যে জায়গায় বিক্রম ল্যান্ডার ল্যান্ড করেছে সেটির নাম দেওয়া হয়েছে ‘শিবশক্তি পয়েন্ট’। প্রজ্ঞান রোভার এই পয়েন্টকে কেন্দ্র করেই ঘোরাফেরা করছে। এইসবের মাঝেই মিশন সম্পর্কে একটি বিশেষ ঘোষণা করা হল ইসরোর তরফে।

ইসরোর সাম্প্রতিক টুইট(ISRO’s recent Tweet)

Chandrayaan 3 Mission

Advertisements

২০২৩ সালের ২৬শে আগস্ট তারিখে একটি টুইট করা হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর টুইটার হ্যান্ডেল (বর্তমানে X) থেকে। এই টুইটে চন্দ্রযান ৩-এর তিনটি প্রধান উদ্দেশ্য তুলে ধরা হয়। এক্ষেত্রে প্রথম উদ্দেশ্য হিসাবে দেওয়া থাকে চন্দ্রপৃষ্ঠে সুরক্ষিত সফ্ট ল্যান্ডিং প্রদর্শন করা। দ্বিতীয় উদ্দেশ্য হিসাবে লেখা থাকে, চাঁদের বুকে রোভারের সচল অবস্থা প্রদর্শন করা। সর্বশেষ এবং টুইটে উল্লিখিত তৃতীয় উদ্দেশ্য হিসাবে দেখা যায় চাঁদে ইন-সিটু গবেষণা চালানো। প্রথম ও দ্বিতীয় উদ্দেশ্য ইতিমধ্যে সফল হয়ে গেছে। তৃতীয় উদ্দেশ্য সফল করার জন্যই এবার প্রস্তুতি নিচ্ছে ইসরো। যেহেতু চন্দ্রযান ৩-এর তৃতীয় ও প্রধান লক্ষ্য পূরণ হতে এখনও বাকি আছে, তাই পুরো মিশন সফল হয়েছে এখনই তা বলা যাচ্ছে না।

(Chandrayaan 3 Mission) চন্দ্রযান ৩ কীভাবে তৃতীয় লক্ষ্য পূরণ করবে?

Chandrayaan 3 Mission

১. ২৩শে আগস্ট তারিখে চন্দ্রযান ৩-এর অংশ বিক্রম ল্যান্ডার চাঁদের সাউথ পোল অর্থাৎ দক্ষিণ মেরুতে নামে।
২. এরপরে ওই সন্ধ্যাতেই প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডার থেকে বেরোয় এবং চাঁদের বুকে বিচরণ করতে শুরু করে। এই ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এসে গেছে।
৩. রোভার চাঁদের বুকে প্রায় ৮ মিটারের পথ হেঁটে ফেলেছে।
৪. রোভার ও ল্যান্ডারের পেলোড ইতিমধ্যে সক্রিয়। জানা গেছে, রোভারের সমস্ত প্যারামিটারও ঠিক আছে।
৫. চাঁদের ১ দিন অর্থাৎ পৃথিবীর ১৪ দিন পূর্ণ হলে প্রজ্ঞান প্রাপ্ত সমস্ত তথ্য ইসরোকে পাঠিয়ে দেবে। তখনই পূরণ হবে ইসরোর তৃতীয় তথা অন্যতম প্রধান লক্ষ্য।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements