রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Cheapest Dress In Kolkata: নজরকাড়া কালেকশন, মাত্র 100 টাকায় মিলছে লং গাউন! পুজোর আগেই কেনাকাটা করুন কলকাতার এই মার্কেট থেকে

Cheapest Dress In Kolkata: আজকাল মুদ্রাস্ফীতির বাজারে যদি একটু সংস্তার জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। গরীব থেকে ধনী সকলেই জিনিসপত্র কেনাকাটির সময় একটু আধটু দরদাম করতে ভালোবাসেন।…

Advertisements

Cheapest Dress In Kolkata: আজকাল মুদ্রাস্ফীতির বাজারে যদি একটু সংস্তার জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। গরীব থেকে ধনী সকলেই জিনিসপত্র কেনাকাটির সময় একটু আধটু দরদাম করতে ভালোবাসেন। কেউ কেউ আবার দরদাম করতে বন্ধুমহলে ব্যপক পরিচিত। আপনি যতো কোটিপতিই হোন না কেন পছন্দের জিনিস যদি একটু কম দামে পাওয়া যায়, সেই লোভটা স্বাভাবিকভাবেই সামলাতে পারেন না তাই তো!

Cheapest Dress In Kolkata: নজরকাড়া কালেকশন, মাত্র 100 টাকায় মিলছে লং গাউন! পুজোর আগেই কেনাকাটা করুন কলকাতার এই মার্কেট থেকে - Youth Bengal

Advertisements

বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জামা কাপড়, পোশাক একটি খুবই পছন্দের জিনিস। নতুন নতুন ডিজাইনের কাপড় জামা যে ভাবেই হোক কিনতেই হবে। কেউ আবার মাসের মাহিনা জামা-কাপড় কিনেই শেষ করে দিচ্ছেন, কি আপনারও এমন হয় কি, কমেন্টে জানাতে ভুলবেন না। যাই আসি আলোচ্য বিষয়ে! আর এই বিষয়টি পুরুষদের তুলনায় নারীদেরই চোখে পড়ে বেশি।

Cheapest Dress In Kolkata

৯ থেকে ৯০ সবাই সব নারীই পোশাক প্রেমী। তবে আপনি যদি আপনার কোনো পছন্দের পোশাকে বিকোচ্ছে আপনার ধারণার বাইরে এমন কোনো দামে। তখন কি করবেন? আজকাল চারপাশে এত শপিং মল, অনলাইন শপিং মল, ব্র্যান্ডেড কোম্পানির পণ্য, সবটাই দোকানে গিয়ে দেখলে একেবারে আকাশছোঁয়া দাম। যার ফলে আপনি তখনই মন তা ভেঙে ফিরে আসেন। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, একই পোশাক বাইরে ফুটপাথে বা ছোটখাটো দোকানে বিক্রি হচ্ছে তার অর্ধেক দামে, সুতরাং চিন্তা কি, মনটা আবার জোড়া লাগিয়ে চলে যান সেই সমস্ত দোকানে।

Cheapest Dress In Kolkata

আর এ ক্ষেত্রে কলকাতা এসপ্ল্যানেড চত্বরে নিউমার্কেট বা গড়িয়াহাটে জুড়ি মেলা ভার। বাঙালী দের দুর্গাপূজো আর মাত্র কিছু দিন বাকি। এখন থেকেই শুরু করে দিন শপিং। নয়তো এখানেও কিন্তু দাম বেড়ে যেতে পারে। তবে আপনাকে একটি দরদাম করতেই হবে। আমাদের প্রতিবেদনের নিচে এমন একটি ভিডিও দেওয়া হল, সেখান থেকেই জেনে নিতে পারেন গড়িয়াহাটের কোন কোন দোকানে পাওয়া যাচ্ছে এহেন সস্তার পছন্দের জামা কাপড়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements