রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Bank Holidays List Of September 2023: সেপ্টেম্বর মাসে ১৫ দিনের বেশি বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক! কোন কোন দিন? রইল লিস্ট

Bank Holidays List Of September 2023: প্রকাশ্যে আরবিআই-এর ছুটির তালিকা (RBI Holiday List 2023)। আগামী সেপ্টেম্বর মাসে (RBI September Holiday List) আপনার যদি কোনো দরকারি কাজ থাকে ব্যাঙ্কে, তাহলে চট…

Advertisements

Bank Holidays List Of September 2023: প্রকাশ্যে আরবিআই-এর ছুটির তালিকা (RBI Holiday List 2023)। আগামী সেপ্টেম্বর মাসে (RBI September Holiday List) আপনার যদি কোনো দরকারি কাজ থাকে ব্যাঙ্কে, তাহলে চট করে দেখে নিন এই ছুটির তালিকা। এই তালিকা দেখে নেওয়া খুবই প্রয়োজন। নইলে কোনো বিশেষ কাজের দিনে সমস্যায় পড়তে পারেন আপনি। চলুন দেখে নেওয়া যাক, সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে প্রকাশিত ছুটির তালিকায় মোট কদিন ছুটি পাওয়া যাবে এবং কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holiday 2023

Advertisements

ছুটির দিনের তালিকা মূলত জাতীয় ছুটি ও স্থানীয় ছুটি মিলিয়ে প্রস্তুত করা হয়। এই তালিকার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের সরকারি, সমবায়, বিদেশী ও বেসরকারি ব্যাঙ্কগুলো বন্ধ থাকে।

(Bank Holidays List Of September 2023) ২০২৩ সালের সেপ্টেম্বরে মোট কতদিন ছুটি পাওয়া যাবে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) ছুটির তালিকা অনুযায়ী সেপ্টেম্বরে মোট ১৬ দিন ছুটি পাওয়া যাবে। এর মধ্যে রবিবার এবং মাসের ২য় ও ৪র্থ শনিবারও রয়েছে।

Bank Holiday 2023

(Bank Holidays List Of September 2023) সাল সেপ্টেম্বরে ছুটির তালিকা:

● ০৩.০৯.২৩- রবিবার।
● ০৬.০৯.২৩- জন্মাষ্টমী।
● ০৭.০৯.২৩- জন্মাষ্টমী।
● ০৯.০৯.২৩- দ্বিতীয় শনিবার।
● ১০.০৯.২৩- রবিবার।
● ১৭.০৯.২৩- রবিবার।
● ১৮.০৯.২৩- বিনায়ক চতুর্থী।
● ১৯.০৯.২৩- গণেশ চতুর্থী।
● ২০.০৯.২৩- গণেশ চতুর্থী।
● ২২.০৯.২৩- শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস।
● ২৩.০৯.২৩- ৪র্থ শনিবার এবং মহারাজা হরি সিং-এর জন্মদিন।
● ২৪.০৯.২৩- রবিবার।
● ২৫.০৯.২৩- শ্রীমন্ত শংকরদেবের জন্মদিন।
● ২৭.০৯.২৩- মিলাদ-ই-শরীফ।
● ২৮. ০৯.২৩- মিলাদ-উন-নবী।
● ২৯.০৯.২৩- মিলাদ-উন-নবী।

(Bank Holidays List Of September 2023) সেপ্টেম্বরে কলকাতায় কি ১৬ দিনই ছুটি থাকবে?

না, উল্লিখিত ১৬ দিন মোটেই কলকাতা বন্ধ থাকবে না। জাতীয় ছুটি, রবিবার ও শনিবারে কলকাতার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holiday 2023

ব্যাঙ্ক বন্ধ থাকলেও সমস্ত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। অনলাইন নেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) ও এটিএম (ATM) প্রভৃতি ব্যাঙ্কের ছুটির দিনেও ব্যবহার করা যাবে। আর তাই, টাকা পাঠানো বা টাকা তোলার কাজগুলো সহজে করা যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements